Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

মনোমুগ্ধকর ট্রাফিক ফ্যামিলি নাইট

মনোমুগ্ধকর ট্রাফিক ফ্যামিলি নাইট
এনওয়াইপিডি বাংলাদেশী-আমেরিকান ট্রাফিক  এনফোর্সমেন্ট এজেন্টস এর ব্যবস্থাপনায় আয়োজিত মনমুগ্ধকর অনুষ্ঠান  এনওয়াইপিডি ট্রাফিক ফ্যামিলি নাইট বিপুল উৎসাহ উদ্দীপনায়, উৎসব মুখর পরিবেশে, বর্ণিল আমেজে সুসম্পন্ন হয়েছে। গত ১৯ আগস্ট শনিবার, নিউ ইয়র্ক, জ্যামাইকাস্থ মেরী লুইস এ্যাকাডেমী অডিটোরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনওয়াইপিডি ট্রাফিক ডিভিশন কর্মরত সিনিয়র সদস্য আরজু রহমান হাজারী এবং সঞ্চালনা ও পরিচালনা করেন জনপ্রিয় মডেল, উপস্থাপিকা নওশীন নেহরিন মৌ (নওশীন)।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশী বংশোদ্ভুত, নিউ ইয়র্ক সিটি, মেয়র অফিসে প্রশাসনের প্রধান নির্বাহী মীর বাশার। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মধ্যমনি, CWA Local 1182 ট্রেড ইউনিয়নে বার বার নির্বাচিত প্রেসিডেন্ট (একাধারে ৩ বার) প্রথম এশিয়ান ট্র্যাফিক ইউনিয়ন প্রেসিডেন্ট সৈয়দ রহীম। আমন্ত্রিত বিশেষ অতিথি বৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন, এনওয়াইপিতে সুনাম, দক্ষতা ও সাফল্যের সাথে কর্মরত বাংলাদেশ ও বাঙ্গালী কমিউনিটির গর্ব, প্রথম বাঙ্গালী লেফন্যান্ট, বাংলাদেশী আমেরিকান পুলিশ এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক প্রিন্স আলম, বিশেষ অতিথি শামসুল হক প্রেসিডেন্ট রাইজআপ, নিউ ইয়র্ক,  এনওয়াইপিডির কারেকশন ডিপার্টমেন্টে কর্মরত এবং বাংলাদেশী আমেরিকান কারেকশন অফিসার সোসাইটির সভাপতি কাজী হাসান। 
আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী হক এন্ড সন্স এর কর্ণধার ফজলুল হক। সন্ধ্যায় অনুষ্ঠানের সভাপতি আরজু রহমান হাজারী এবং তার নেতৃত্বাধীন কমিটির সকল সদস্য উপস্থিত সহকর্মী, ভাই, বন্ধু ও পরিবার পরিজনের মধ্যে সকলকে রকমারি স্ন্যাক্স, চিপস, চটপটি পরিবেশন, বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। জনপ্রিয় মডেল, উপস্থাপিকা, চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী, নওশীন এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি বৃন্দের একের পর এক শুভেচ্ছা বক্তব্যের পর চলতে থাকে বাংলাদেশের লিজেন্ডারী, জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী এস আই টুটুল ও স্বনামধন্য, চলচিচত্র সঙ্গীত শিল্পী দিনাত জাহান মুন্নি জনপ্রিয় ও মনমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করে সুরের মূর্ছনায় সকলকে মাতিয়ে রাখেন। এ টি এন বাংলার সেরা নাচিয়ে বিজয়ী নৃত্য শিল্পীর ক্লাসিক্যাল দৃষ্টিনন্দন নৃত্য পরিবেশনা উপভোগ করেন। অনুষ্ঠান আয়োজন সংশ্লিষ্ট সকলকে মঞ্চে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা ও বিশেষ কৃতজ্ঞতা জানানো হয় এবং তাদের পরিচয় করিয়ে দেয়া হয়। 
পরিশেষে নিউ ইয়র্ক স্টেট এর বিশিষ্ট ব্যবসায়ী হক এন্ড সন্স এর কর্ণধার বিশেষ অতিথি ফজলুল হক এবং CWA Local 1182 ট্রেড ইনিয়নের (ট্র্যাফিক ইনিয়ন) ম্যানহাটান ডেলিগেট, সৈয়দ উতবা সঙ্গীত শিল্পীদ্বয়কে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট উপহার প্রদান করেন। এই অনুষ্ঠান আয়োজন ও সফল করার জন্য আরজু রহমান হাজারীর নেতৃত্বে ২০ সদস্য বিশিষ্ট কমিটি ছাড়াও যিনি এর নেপথ্য, পিছন থেকে নিরলস ভাবে কাজ করে গেছেন যার ভূমিকা ও অবদান উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ তার কথা না বল্লেই নয়, তিনি CWA Local 1182 ট্রেড ইনিয়নের (ট্র্যাফিক ইনিয়ন) ম্যানহাটান ডেলিগেট, সৈয়দ উতবা। এই অনুষ্ঠান আয়োজন ও বাস্তবায়োনে যার ভূমিকা ও অবদান অনস্বীকার্য। মানবিক ও কর্মবীর এই মানুষটি করোনা মহামারি কালীন সময়ে মানুষের পাশে ছিলেন এক বুক ভালবাসা নিয়ে। 
পৃথিবীর ব্যাস্ত নগরী নিউ ইয়র্ক সিটি যখন মৃত্যুপুরির ভয়াতঙ্ক ভর করেছিলো, হাহাকারের সময় সৈয়দ উতবা CWA Local 1182 ট্রেড ইউনিয়নের একজন নিবেদিত প্রাণ ও সেবক হিসেবে ভালবাসা, সহযোগিতা ও মানবিকতার মহামনব হিসাবে সদস্যদের পাশে থেকে কাজ করেছেন। পিটিপি, মাস্ক ও খাদ্য সহায়তার কর্মযজ্ঞনিয়ে, নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সংবাদ ও গনমাধ্যমে সৈয়দ উতবাকে নিয়ে প্রতিবেদন পরিবেশিত ও প্রকাশিত হয়েছে। 
ট্র্যাফিক সদস্য ও সাধারণ মানুষের দুঃসময়ে দুর্দান্ত সাহসী সৈয়দ উতবা, NYPD“ Traffic Family Night“ অনুষ্ঠান সফল আয়োজন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। করনাকালীন সময়ে সৈয়দ উতবার মানবিক কর্মতৎপরতা, দুঃসময়ে ট্র্যাফিক সদস্য ও সাধারন মানুষের পাশে থেকে উদার ভালবাসায় সাহায্য সহযোগিতা এবং কমিউনিটির বিভিন্ন সামাজিকতায় বিশেষ অবদান রাখার জন্য আমরা ট্রাফিক পরিবার গর্বিত। ট্রাফিকপরিবারের পক্ষ থেকে সৈয়দ উতবাকে জানান প্রাণঢালা অভিনন্দন, আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। 
আয়োজক কমিটি, অনুষ্ঠান সাফল্যের নেপথ্যের সমন্বয়ক সকলের অক্লান্ত পরিশ্রম, সৌহার্দ্যতা, আন্তরিকতা ও কর্ম প্রচেষ্টায় এবং বিপুল সংখ্যক সহকর্মী ও তাদের পরিবার,পরিজনের উৎসাহব্যাঞ্জক উপস্থিতিতে NYPD“ Traffic Family Night“সুষ্ঠু,সুন্দর ও সাফল্য মণ্ডিত হওয়ায় আমন্ত্রিত অতিথি বৃন্দ নিউ ইয়র্ক সিটি, গভর্নমেন্টের সর্বোচ্চ পদধারী, মেয়র অফিস প্রশাসনের প্রধান নির্বাহী মীর বাশার, CWA Local 1182 ট্রেড ইনিয়নে বার বার নির্বাচিত প্রেসিডেন্ট (একাধারে ৩ বার) প্রথম এশিয়ান ট্র্যাফিক ইউনিয়ন প্রেসিডেন্ট সৈয়দ রহীম, বাঙ্গালী কমিউনিটির গর্ব, প্রথম বাঙ্গালী লুট্যুল্যান্ট, বাংলাদেশী আমেরিকান পুলিশ এ্যাসোসিয়েশন এর সম্মানিত সাধারণ সম্পাদক প্রিন্স আলম, শামসুল হক প্রেসিডেন্ট রাইজআপ, নিউ ইয়র্ক, বাংলাদেশী আমেরিকান কারেকশন অফিসার সোসাইটির সম্মানিত সভাপতি কাজী হাসান,  বিশেষ অতিথি, হক এন্ড সন্স এর কর্ণধার ফজলুল হক সহ অনুষ্ঠান আয়োজন সংশ্লিষ্ট, সহকর্মীবৃন্দ ও তাদের পরিবার পরিজন, গ্র্যান্ড স্পন্সরস এবং শিল্পী, কলাকৌশলী, মেরী লুইস এ্যাকাডেমী অডিটোরিয়াম কতৃপক্ষ সকলকে NYPD Bangladeshi-American Traffic Enforcement Agents এর পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক আরজু রহমান হাজারী, আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

কমেন্ট বক্স