Thikana News
০৩ সেপ্টেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

দেশে আগস্টে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ২০ লাখ ডলার

দেশে আগস্টে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ২০ লাখ ডলার ছবি : সংগৃহীত
আগস্ট মাসে দেশে ২৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিদিন গড়ে দেশে এসেছে সাত কোটি ৮১ লাখ ডলার রেমিট্যান্স। গত বছরের আগস্ট মাসের তুলনায় রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে ৮.৯০ শতাংশ। ১ সেপ্টেম্বর (সোমবার) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এসব তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আগস্টে দেশে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ২০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২২২ কোটি ৪০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে ৮.৯০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে আগস্ট পর্যন্ত দেশে এসেছে ৪৯০ কোটি ডলার রেমিট্যান্স।

বছর ব্যবধানে যা বেড়েছে ১৮.৪০ শতাংশ।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স