বাংলাদেশে আসতে পারেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ। ভারতের জি-২০ সম্মেলন শেষে আগামী ১১ সেপ্টেম্বর ঢাকা সফরে আসার সম্ভাবনা আছে তার।
৩০ আগস্ট বুধবার এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী। তিনি বলেন, ‘ফ্রান্সের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি এলে বাংলাদেশ তাকে স্বাগত জানাবে।’
তবে ম্যাখোঁ কবে ঢাকায় আসবেন সেই তারিখ উল্লেখ করতে চাননি তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এখনো দিন চূড়ান্ত করতে পারিনি। আমরা এটি নিয়ে কাজ করছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক কূটনৈতিক এক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার জন্য প্রেসিডেন্ট ম্যাখোঁর ১১ সেপ্টেম্বর বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। ১২ সেপ্টেম্বর তিনি ঢাকা ত্যাগ করবেন।
তবে এই সফরের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখন পর্যন্ত আসেনি। এই সফরকে দুই দেশের মধ্যে সম্পর্ক গভীর করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
মোমেন বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকায় এলে বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইত্যাদি ইস্যুতে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
ফ্রান্সের প্রেসিডেন্টের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের নভেম্বরে ফ্রান্স সফর করেন। ১৯৯০ সালের পর এই প্রথম ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট ঢাকা সফরে আসছেন। সূত্র : ইউএনবি।
ঠিকানা/এনআই
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                