Thikana News
০৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

লন্ডনে বিএনপির পদযাত্রায় নেতাকর্মীদের ঢল 

লন্ডনে বিএনপির পদযাত্রায় নেতাকর্মীদের ঢল 



 
বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে লন্ডনে পদযাত্রা কর্মসূচি পালন করেছে যুক্তরাজ্য শাখা বিএনপি। মঙ্গলবার লন্ডনের হাইড পার্ক থেকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট পর্যন্ত অনুষ্ঠিত এই পদযাত্রায় বিএনপির হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে এসে পদযাত্রায় যোগ দেন দলটির নেতাকর্মীরা। অনেককে পরিবার-পরিজনসহ পদযাত্রায় অংশ নিতে দেখা যায়। পদযাত্রার বহর একপর্যায়ে কয়েক কিলোমিটার দীর্ঘ হয়ে যায়। এসময় নেতাকর্মীরা বর্তমান সরকারের পদত্যাগ দাবিসহ নানা স্লোগান দেন। অনেকে হাতে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করেন। পদযাত্রায় যোগ দেয়া একজন নারী বলেন, আমরা আজকের কর্মসূচিতে ২০ হাজার মানুষ অংশ নিয়েছি। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, শেখ হাসিনার পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দাবি করছি। কোলের সন্তান নিয়ে পদযাত্রায় অংশ নেয়া আরেক নারী বলেন, আজকে আমি আমার পরিবার ও বন্ধুদের নিয়ে আসছি।

কারণ আমরা চাই না বাংলাদেশ যে গণতন্ত্রহীনতায় ভুগছে এই অবস্থা অব্যাহত থাকুক। আমাদের একটাই দাবি শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে।  

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স