Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

বসুন্ধরা কিংসের নতুন কোচ আর্জেন্টাইন মারিও গোমেজ

বসুন্ধরা কিংসের নতুন কোচ আর্জেন্টাইন মারিও গোমেজ ছবি : সংগৃহীত
কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বসুন্ধরা কিংসের কোচ হচ্ছেন একজন আর্জেন্টাইন। সেটাই আজ সত্যি হয়েছে। কিংসের নতুন কোচ হয়েছেন আর্জেন্টাইন মারিও গোমেজ।

গোমেজের খেলোয়াড়ি ক্যারিয়ার খুব দীর্ঘ নয়। আর্জেন্টিনার ক্লাব টেম্পারলির হয়ে ক্যারিয়ার শুরু করা এই ডিফেন্ডার পরে ফেরো কারিল ওয়েস্তের হয়ে ১৯৮২ ও ১৯৮৪ সালে জিতেছেন লিগ শিরোপা। তবে কোচিং ক্যারিয়ার বেশ দীর্ঘ তার। ইউরোপ-এশিয়ার অনেক ক্লাবের ডাগআউটে দাঁড়িয়েছেন তিনি। 
ইন্টার মিলান-ভ্যালেন্সিয়ার সহকারী কোচ হলেও মায়োর্কার প্রধান ছিলেন।

ইন্টারের সহকারী কোচ থাকার সময় কাজ করেছেন স্যামুয়েল ইতো, পাবলো আইমার, রোনালদো নাজারিও এবং হার্নান ক্রেসপোর মতো কিংবদন্তিদের সঙ্গে। মালয়েশিয়ার জাতীয় দলেরও কোচ ছিলেন ৬৮ বছর বয়সী আর্জেন্টাইন। কোচিং ক্যারিয়ারে গোমেজ বড় সাফল্য পেয়েছেন জোহর দারুল তাজিমের ডাগআউটে। মালয়েশিয়ার ক্লাবটির হয়েছে ২০১৫ সালে এএফসি কাপ জেতেন।

সঙ্গে ওই মৌসুমেই মালয়েশিয়ান সুপার লিগ, এফএ কাপ ও চ্যারিটি শিল্ড জিতেন তিনি। গত বছর বরখাস্ত হওয়ার আগে সর্বশেষ ইন্দোনেশিয়ার ক্লাব বাহইয়াংকারা এফসিতে ছিলেন তিনি। 

প্রথমবারের মতো কোনো আর্জেন্টাইন কোচ কিংসের ডাগআউটে দাঁড়াচ্ছেন। এর আগে বাংলাদেশের ফুটবলে অভিষেকের পর থেকেই আধিপত্য দেখানো কিংসে খেলেছেন আর্জেন্টিনার তিন ফুটবলার। ২০২০ সালে খেলেছেন আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৪ ম্যাচ খেলা হের্নান বারকোস।

এর আগের বছর মিডফিল্ডার নিকোলাস দেলমন্তে। সর্বশেষ মৌসুমে খেলেছেন ফরোয়ার্ড হুয়ান লেসকানো।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স