Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


আল-হেরা ইসলামিক এডুকেশন সেন্টারের বনভোজন ও শিক্ষা সফর সম্পন্ন

আল-হেরা ইসলামিক এডুকেশন সেন্টারের বনভোজন ও শিক্ষা সফর সম্পন্ন



 
নিউ জার্সি ষ্টেটের আটলান্টিক সিটির ‘আল-হেরা ইসলামিক এডুকেশন সেন্টার’ কর্তৃক আয়োজিত ‘বার্ষিক বনভোজন ও শিক্ষা সফর’ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

নিউজার্সির পেন্সভিল এর রিভার ভিউ বীচ পার্কে গত ১৯ আগস্ট মঙ্গলবার সকালে পবিত্র  কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
দিনব্যাপী এই আয়োজনে ছিল কুরআন তিলাওয়াত, আজান প্রতিযোগিতা, শিশুদের জন্য বিভিন্ন ধরণের খেলাধুলা ও শিক্ষামূলক প্রতিযোগিতা। এতে অংশগ্রহণ করে ‘আল-হেরা ইসলামিক এডুকেশন সেন্টার’-এর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আল-হেরা এডুকেশন সেন্টারের প্রিন্সিপাল মুহাদ্দিস আজিম উদ্দিন। 
সংগঠনের কর্মকর্তা ওবায়দুল্লাহ চৌধুরী, নজরুল ইসলাম সোহাগ, ইস্কান্দার শাহজাদা, রিয়াজ উদ্দিন চৌধুরী, হাফেজ নজরুল ইসলাম, মহসিন আল মামুন, আব্দুর রহমান প্রমুখের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

মসজিদ আল-হেরার সভাপতি ওবায়দুল্লাহ চৌধুরী বলেন, এই সফরের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা যেমন জ্ঞানার্জন ও ইসলামী আদর্শ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করেছে, তেমনি সবাই একসাথে সময় কাটিয়ে পারস্পরিক সম্পর্কও আরও সুদৃঢ় করেছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষা ও বিনোদনমূলক কার্যক্রম আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

‘আল-হেরা ইসলামীক এডুকেশন সেন্টার’-এর এই আয়োজন ছিল ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকবৃন্দের জন্য এক আনন্দঘন এবং শিক্ষামূলক অভিজ্ঞতা। 

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স