Thikana News
২১ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২১ জুলাই ২০২৫

অস্ট্রেলিয়ায় নারীর মস্তিষ্কে পাওয়া গেল জীবন্ত কৃমি

অস্ট্রেলিয়ায় নারীর মস্তিষ্কে পাওয়া গেল জীবন্ত কৃমি
অস্ট্রেলিয়ায় স্মৃতিশক্তি ভ্রষ্ট ও বিষন্নতায় ভোগা এক নারীর মস্তিষ্কে পাওয়া গেছে জীবন্ত কৃমি। ৮ সেন্টিমিটার দীর্ঘ এই কৃমি অস্ত্রোপচারের সাহায্যে মাথা থেকে অপসারণ করা হয়। খবর-এনডিটিভি

অস্ট্রেয়িলার নিউ সাউথ ওয়েলসে বসবাসকারী ইংল্যান্ডের ৬৪ বছর বয়সী এই নারী ২০২১ সালের জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার পেটে ব্যথা, ডায়রিয়া, অনবরত শুকনো কাশি ও রাতের ঘামের লক্ষণ ছিল।

তখন চিকিৎসায় তার অবস্থার অনেকটা উন্নতি হয়েছিল। ২০২২ সালের দিকে তার আগের সমস্যাগুলো ছাড়াও নতুন করে ভুলে যাওয়া ও বিষন্নতার লক্ষণ দেখা দেয়। তাকে ক্যানবেরা হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসক। 

পরে ডাক্তাররা তার মস্তিষ্কের এমআরআই করে ৮ সেন্টিমিটার দীর্ঘ পরজীবী জীবন্ত একটি কৃমি পান। এটিকে ‘'অফিডাস্কারিস রবার্টসি’ নামে শনাক্ত করেন চিকিৎসক।

কৃমিটি তার ডান মস্তিস্কের সামনে একটি ক্ষতের মধ্যে অবস্থান করছিল।  

অন্য কোনো উপায় না থাকায় চিকিৎসক তার অস্ত্রোপচার করেন এবং সফলভাবে কৃমিটি বের করে আনেন। যার দৈর্ঘ্য ৮ সেমি এবং ব্যাস ১ মিলিমিটার। 

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স