Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

উড়ন্ত জয়ে ইউএস ওপেন শুরু শিয়াওতেকের

উড়ন্ত জয়ে ইউএস ওপেন শুরু শিয়াওতেকের
ইউএস ওপেনে নারী এককের শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটা দুর্দান্ত হয়েছে ইগা শিয়াওতেকের। সুইডেনের রেবেকা পেতেরসনকে সরাসরি সেটে উড়িয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন র‍্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা।

নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে সোমবার বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের উদ্বোধনী দিনে শিয়াওতেকের জিততে সময় লাগে স্রেফ ৫৮ মিনিট। র‍্যাঙ্কিংয়ে ৮৬ নম্বরে থাকা পেতেরসনকে ৬-০, ৬-১ গেমে হারান তিনি।

চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ২২ বছর বয়সী এই পোলিশ তারকা দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার ড্যারিয়া স্যাভিলের বিপক্ষে খেলবেন।  

পুরুষ এককে প্রথম রাউন্ডে জয় পেয়েছেন এখানে ২০২০ সালের চ্যাম্পিয়ন দমিনিক টিম। কাজাখস্তানের আলেকসান্দের বুবলিককে ৬-৩, ৬-২, ৬-৪ গেমে হারান অস্ট্রিয়ান তারকা।

২০২১ অস্ট্রেলিয়ান ওপেনের পর প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ম্যাচ জিতলেন ২৯ বছর বয়সী টিম।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স