ইউক্রেন যুদ্ধের সমাপ্তির লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঐতিহাসিক বৈঠক করতে ওয়াশিংটন থেকে আলাস্কার পথে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। ইউক্রেন যুদ্ধের সমাধান খুঁজতে এই সাক্ষাৎকে দুই দেশই ঐতিহাসিক হিসেবে বিবেচনা করছে।
ট্রাম্পের সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক ও সিআইএ প্রধান জন র্যাটক্লিফ। অন্যদিকে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এটাই পুতিনের প্রথম পশ্চিমা সফর।
পুতিনের প্রস্তাবেই এ বৈঠকের আয়োজন করা হয়েছে। তবে ট্রাম্প সতর্ক করে দিয়েছেন, যদি পুতিন সমঝোতায় না আসেন, আলোচনা কয়েক মিনিটেই শেষ হবে। তিনি এটিকে ‘পরীক্ষামূলক আলোচনা’ বলে অভিহিত করেছেন, যেখানে পুতিনের মনোভাব যাচাই করা হবে। ট্রাম্পের মতে, বৈঠক সফল হওয়ার সম্ভাবনা ৭৫%।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরাসরি আলোচনায় নেই, তবে তিনি এ ফলাফল ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন। জেলেনস্কি ইতিমধ্যে ট্রাম্পের চাপ সত্ত্বেও ভূমি ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন, চূড়ান্ত কোনো চুক্তি হলে তা মার্কিন যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার ত্রিপক্ষীয় বৈঠকেই হবে।
বৈঠকটি আলাস্কার এলমেনডর্ফ বিমানঘাঁটিতে স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত ১টা) শুরু হবে। এই ঘাঁটি শীতল যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের ওপর নজরদারির জন্য ব্যবহার করা হতো।
উল্লেখ্য, ১৮৬৭ সালে যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনে নেয়, এখনো রাশিয়া এটিকে ভূখণ্ড বিনিময়ের উদাহরণ হিসেবে দেখে।
ঠিকানা/এনআই


ঠিকানা অনলাইন


