Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

আগস্টের ২৮ দিনেই ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

আগস্টের ২৮ দিনেই ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল ফাইল ছবি
চলতি মাসের ২৮ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০৫ জনে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ১০ জন। আর গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে।

২৮ আগস্ট সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ ছাড়া নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ৩৩১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৫৬ জনে।

এ সময়ের মধ্যে ঢাকায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ৯১৮ জনের। ঢাকার বাইরে ১ হাজার ৪১৩ জন। আর গত ২৪ ঘণ্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২ হাজার ৪১০ জন। এর মধ্যে ঢাকার ৯৪৪ জন ও ঢাকার বাইরে ১ হাজার ৪৬৬ জন।

নতুন শনাক্তসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৮৪২। এর মধ্যে ঢাকায় ৫৫ হাজার ৩২৭ জন এবং ঢাকার বাইরে ৬১ হাজার ৫১৫ জন। এখন পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১ লাখ ৮ হাজার ৭৪ জন। আর হাসপাতালে ভর্তি আছেন ৮ হাজার ২১২ জন।

গত মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪৩ হাজার ৮৫৪ জন। এ সময় ডেঙ্গুতে ২০৪ জনের মৃত্যু হয়।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স