Thikana News
০৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

নির্বাচনে থাকছে না ইভিএম, ফিরছে ‘না’ ভোট : ইসি সানাউল্লাহ

নির্বাচনে থাকছে না ইভিএম, ফিরছে ‘না’ ভোট : ইসি সানাউল্লাহ ছবি ' সংগৃহীত



 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাতিল করা হয়েছে ইভিএম। ‘না’ ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ১১ আগস্ট (সোমবার) এ তথ্য জানান তিনি।

 

গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনী চূড়ান্ত করছে ইসি। এতে বলা হয়েছে, অনিয়ম হলে বাতিল করা যাবে পুরো আসনের ভোট। হলফনামায় মিথ্যার আশ্রয় নিলে বিজয়ী হলেও প্রার্থিতা বাতিল হবে।

 

তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইভিএম প্রকল্প বাতিল করা হয়েছে।

 

ইসি আরও বলেন, ‘না’ ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে। কোনো আসনে একজন প্রার্থী থাকলে সেখানে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে না। সেখানে না ভোট হবে। দুইজন প্রার্থী সমপরিমাণ ভোট পেলে লটারি নয় পুনরায় নির্বাচন হবে।

 

ঠিকানা/এএস

 


কমেন্ট বক্স