Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫





 

হঠাৎ মাথা ঘুরে চোখের সামনে অন্ধকার, শরীরের জন্য ভালো নয়!

হঠাৎ মাথা ঘুরে চোখের সামনে অন্ধকার, শরীরের জন্য ভালো নয়! ছবি : সংগৃহীত





 
হাঁটার সময়, বসা থেকে হঠাৎ উঠে অথবা অন্য কোনো অপ্রত্যাশিত মুহূর্তে যদি আপনার মাথা ঘুরে চোখের সামনে অন্ধকার হয়ে যায়, তাহলে এটি শরীরের জন্য এক গুরুতর সতর্কবার্তা হতে পারে। এমন ব্ল্যাকআউট হওয়ার ঘটনা নিয়মিত হলে তা অবহেলা করা ঠিক নয়। সময়মতো সঠিক চিকিৎসা না নিলে বড় ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে।

এমন হওয়ার সম্ভাব্য কারণসমূহ

. গুরুতর রোগের প্রভাব: ব্রেইন টিউমার, মাল্টিপল স্ক্লেরোসিস, অথবা গ্লুকোমার মতো মারাত্মক রোগের কারণে মাথা ঘোরা, ক্লান্তি ও চোখে অন্ধকার দেখা দিতে পারে।

. চোখে ছানি পড়া: চোখে ছানি পড়তে শুরু করলে চোখে কালো দাগ বা একটি ছোট কালো বিন্দু দেখা যেতে পারে। এই ধরণের লক্ষণ দেখলে দ্রুত চোখের বিশেষজ্ঞের কাছে যাওয়া জরুরি। প্রাথমিক অবস্থায় চিকিৎসা গ্রহণ করলে সমস্যা দ্রুত মোকাবেলা সম্ভব।

. অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন: যখন দাঁড়িয়ে বা বসা থেকে ওঠার সময় শরীরের রক্তচাপ হঠাৎ কমে যায়, তখন মাথা ঘোরা ও চোখে অন্ধকার দেখা দিতে পারে। এর সঙ্গে শরীরে পানিশূন্যতা বা ডিহাইড্রেশন থাকলে এই সমস্যা আরো বেড়ে যায়।

. অ্যামরোসিস ফিউগাক্স: এই রোগে চোখের একটি বা দুটি অংশে সমস্যা হয়, যার ফলে রেটিনায় রক্ত সঞ্চালন ব্যাহত হয়। রক্তচাপ কমে গেলে চোখের সামনে অন্ধকার দেখা যায়। মস্তিষ্কে রক্ত চলাচল বাধাগ্রস্ত হলে শারীরিক জটিলতা তৈরি হয় এবং অল্প সময়ের জন্য চোখের সামনে কালো দাগ দেখা যেতে পারে।

উল্লেখ্য: মাথা ঘুরে চোখে অন্ধকার হওয়া এককথায় শরীরের ‘সঙ্কেত’। দেরি না করে কোনো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন। প্রাথমিক সঠিক চিকিৎসা নিয়ে আপনি বড় বিপদ থেকে রক্ষা পেতে পারেন। 

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স