চট্টগ্রামের বাঁশখালীর বৈলছড়িতে দাওয়াত না পেয়ে বরের দুলাভাইয়ের নেতৃত্বে বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। হামলায় বর-কনেসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকায় বুধবার (৬ আগস্ট) বিকালে কেবি কনভেনশন সেন্টারের পাশে সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, বুধবার বিকালে চেচুরিয়ার কেবি কমিউনিটি সেন্টারে পূর্ব বৈলছড়ি নতুনপাড়া এলাকার জাফর আহমদের ছেলে জসিম উদ্দিনের সঙ্গে চেচুরিয়া ভোলারঘাটা এলাকার মনছপ আলীর মেয়ে রহিমা আক্তারের বিয়ের অনুষ্ঠান ছিল।
পাত্রপক্ষের অভিযোগ, দাওয়াত না দেওয়ায় বরের আপন বোন খালেদা বেগমের স্বামী রশিদ আহমেদের নেতৃত্বে হামলা করা হয়। বিয়ের শেষ পর্যায়ে নববধূকে নিয়ে বাড়ি ফেরার সময় বরযাত্রীদের ওপর হামলাটি করা হয়।
হামলা করে বরের শেরওয়ানি এবং নববধূর স্বর্ণালংকার নিয়ে যায় বলে অভিযোগ করে বরপক্ষ। হামলার ঘটনায় বর জসিম উদ্দীন, বাবা জাফর আহমদ, ভাই জমির উদ্দীন, বোন গোলতাজ বেগম, নাছিমা আক্তার ও বোনের জামাই ফজল কাদেরসহ অন্তত ১০ জন আহত হন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করছেন বলে জানা যায়।
অপর এক সুত্রে জানা যায়, বোন খালেদা বেগমের টাকা ও স্বর্ণালংকার বন্ধক দিয়ে ভাই জসিম উদ্দীনকে বিদেশ পাঠায়। সে টাকার হিসাব না করে এমনকি বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে ভাইবোনের মধ্যে ঝগড়া হলে সেখানে উপস্থিত সকলে জড়িয়ে পড়ে।
ঘটনার ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ভাইবোনের টাকা-পয়সা দেনা-পাওনা নিয়ে একটা ঘটনা হয়েছে শুনেছি। তবে সেটা ক্লাবে না রাস্তায়। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।
ঠিকানা/এনআই