Thikana News
০৪ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৪ অগাস্ট ২০২৫

গাজায় মৃতের সংখ্যা ৬০ হাজার ৮০০ ছাড়িয়েছে

গাজায় মৃতের সংখ্যা ৬০ হাজার ৮০০ ছাড়িয়েছে
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ১১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও ৮৬৬ জন। এতে করে ইসরায়েলের টানা হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬০ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। 
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ৩ আগস্ট (রবিবার) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের গণহত্যামূলক অভিযানে গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত ৬০ হাজার ৮৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে নতুন করে ১১৯টি মরদেহ পৌঁছেছে এবং ৮৬৬ জন আহত হয়েছেন। ফলে এখন পর্যন্ত আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ জনে।
 মন্ত্রণালয় আরও জানায়, নতুন করে ২৯০টি মরদেহ শনাক্ত করে রেজিস্ট্রিতে যুক্ত করা হয়েছে, যার ফলে নিহতের সংখ্যা আরও বেড়েছে।

বিবৃতিতে বলা হয়, “অনেক মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে। উদ্ধারকারীরা সেগুলোতে পৌঁছাতে পারছে না।”

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে ৬৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৫১১ জনের বেশি আহত হয়েছেন।

গত ২৭ মে থেকে এ পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে ১ হাজার ৪৮৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১০ হাজার ৫৭৮ জনেরও বেশি। ২০২৪ সালের ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে গাজায় আবারও পূর্ণমাত্রায় হামলা শুরু করে। এরপর থেকে তারা ৯ হাজার ৩৫০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আহত করেছে ৩৭ হাজার ৫৪৭ জনকে।

এই হামলায় বহু আবাসিক ভবন, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশ্রয়কেন্দ্র ধ্বংস হয়ে গেছে।
২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এছাড়া, আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগে একটি মামলাও চলছে।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স