বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আজ একজন শহীদের পিতা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদেরা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছে, আজও তা অর্জিত হয়নি। এটা অত্যন্ত বেদনার কথা। এর কারণ হলো বর্তমানে যে সরকার আছে, তারা কেউই জুলাই চেতনা ধারণা করে না। বিগত ১৫ বছর বর্তমান উপদেষ্টাদের কেউ শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে একটি কথাও বলেননি। এমনকি প্রধান উপদেষ্টা শেখ হাসিনার বিরুদ্ধে একটি কথা বলেননি। শুধু উপদেষ্টা ড. আসিফ নজরুল মাঝে মাঝে দুই-একটি কথা বলেছেন। ২ আগস্ট (শনিবার) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূতিতে শহীদ পরিবারের প্রতি সম্মাননা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করে আইইবি ঢাকা কেন্দ্র।
মেজর (অব.) হাফিজ বলেন, পিআর পদ্ধতিতে ভোট হওয়ার জন্য কেউ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে জীবন দেয়নি। জনগণ চেয়েছে গণতন্ত্র। আর গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হলো নির্বাচন। সাধারণ জনগণ এলাকায় নেতা হিসেবে তাকেই চান যাকে তারা চেনেন, সব সময় পাশে পাবেন। কিন্তু শুধু মার্কা দিয়ে তাকে কীভাবে চিনতে পারবেন? পিআর পদ্ধতিতে দেখা যাবে, ভোলায় যে সংসদ সদস্য হবে, তার বাড়ি কুড়িগ্রামে।
তিনি বলেন, জাতীয় ঐকমত্যে কমিশনের সংলাপে বিএনপি একদিকে, আর অন্যদিকে ৩৪ দল। বিএনপির জনসমর্থন কত, আর ৩৪ দলের জনসমর্থন কত— এটা দেখা হোক। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত ’৭২ সালের সংবিধানকে তারা ছুড়ে ফেলে দিতে চায়।
আইইবি ঢাকা কেন্দ্রের সভাপতি প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জে এম জাহিদ হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী আব্দুস সোহবান, প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (অ্যাব) সাবেক মহাসচিব আলমগীর হাসিন আহমেদ, আইইবি সাধারণ সম্পাদক অধ্যাপক প্রফেসর ড. সাব্বির মোস্তফা খান, আইইবি ঢাকা কেন্দ্রের সদস্য প্রকৌশলী লোকমান প্রমুখ।
অনুষ্ঠানে জুলাই-আগস্টের শহীদ ওয়াসিম আকরাম, আসাদুল ইয়ামিন, রবিউল ইসলাম লিমন, রাব্বি মিয়া, রাকিব হোসাইন, আহনাফ আবির, অয়ন ও রুদ্রের পরিবারকে সম্মাননা দেওয়া হয়। গণঅভ্যুত্থান শহীদ ও আহতদের জন্য কোরআন তিলাওয়াত এবং দোয়া করা হয়। এ ছাড়া প্রদর্শিত হয় আওয়ামী লীগ সরকারের শেষ তিন মেয়াদের গুম-খুন, নির্যাতন ও জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র।
ঠিকানা/এএস 
                           
                           
                            
                       
     
  
 


 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
