বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোয় দুই দেশের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ১ আগস্ট (শুক্রবার) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ ধন্যবাদ জানান তিনি।
জামায়াত আমির লেখেন, আলহামদুলিল্লাহ, বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে উচ্চ ট্যাক্স হার ঘোষণা করা হয়েছিল, বাংলাদেশ সরকারের কার্যকর উদ্যোগ এবং যুক্তরাষ্ট্র সরকারের আন্তরিকতায় তা কমে ২০%-এ নেমে এসেছে। এজন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-এর সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
তিনি আরও লেখেন, আশা করছি, ভবিষ্যতে ড. মুহাম্মদ ইউনূস এবং পরবর্তীতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, তারা সম্মানজনক অবস্থান ধরে রেখে বিশ্ব কূটনীতির ময়দানে মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন করবেন। এই উদ্যোগে সংশ্লিষ্ট সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ।
এই পোস্টের কমেন্টের ঘরে তিনি লেখেছেন, অনেকেই প্রশ্ন তুলেছেন যে, এর বিনিময়ে অনেক কিছু দেওয়া হয়েছে। যদি সত্যিই এমন কিছু হয়ে থাকে, তাহলে সরকারের উচিত হবে তা জনসম্মুখে প্রকাশ করা, যাতে জনগণ তা স্পষ্টভাবে জানতে পারে। যেহেতু জনগণই রাষ্ট্রের সম্পদের মালিক, তাই এ বিষয়ে জনগণকে অবশ্যই অবহিত করতে হবে।
ঠিকানা/এএস