নতুন মৌসুম শুরুর আগে প্রাক্-মৌসুম প্রস্তুতিতে ফরাসি ক্লাব তুলুজের বিপক্ষে মাঠে নামে সৌদি প্রো লিগের দল আল নাসর। প্রস্তুতি ম্যাচে ২-১ গোলের জয় পায় ক্রিস্টিয়ানো রোনালদোর দল। স্বাভাবিকভাবেই স্কোরশিটে নাম লেখান পর্তুগিজ মহাতারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা উচ্ছ্বসিত প্রশংসা করে লিখেছেন, “নতুন মৌসুম, কিন্তু রোনালদো সেই আগের মতোই!”
ম্যাচের ৩৩ মিনিটে ডান দিক থেকে ভেসে আসা এক লম্বা ক্রস থেকে অসাধারণ এক ওয়ান-টাচ ফিনিশে গোল করেন রোনালদো। এই গোল অনেকেরই তার ক্যারিয়ারের সোনালি দিনের কথা মনে করিয়ে দেয়। দ্বিতীয়ার্ধে আরও একটি সহজ সুযোগ পেয়েছিলেন তিনি, তবে জোয়াও ফেলিক্সের সঙ্গে বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে দুজনই ব্যর্থ হন।
বিরতির পর মোহাম্মদ মারানের গোলে এগিয়ে যায় আল নাসর এবং জয় নিশ্চিত করে। রোনালদো দ্বিতীয়ার্ধেও সক্রিয় ছিলেন। একাধিক দূরপাল্লার শটে তুলুজের গোলরক্ষককে ব্যতিব্যস্ত করে তোলেন তিনি।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বার্তা, ‘ভালো করার খিদে কখনো কমে না। কাজ অনেক বাকি, এখনো সবেমাত্র শুরু করেছি।’
গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসরের হয়ে ৩৫টি গোল করেছিলেন রোনালদো। ক্লাবটির সঙ্গে নতুন চুক্তিতে ২০২৬-২৭ মৌসুম পর্যন্ত থাকবেন তিনি। যদিও এখনো ক্লাবটির হয়ে বড় কোনো শিরোপা জেতা হয়নি, তবুও সেই অপূর্ণতা ঘোচাতে এবার দৃঢ়প্রতিজ্ঞ বলে বোঝা যাচ্ছে তাঁর মনোভাব থেকে।
আল নাসরের পরবর্তী প্রাক্-মৌসুম ম্যাচ স্পেনে, যেখানে তারা মুখোমুখি হবে লা লিগার দল আলমেরিয়ার। আর নতুন মৌসুম শুরু হবে ১৯ আগস্ট, সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের বিপক্ষে।
ঠিকানা/এএস