Thikana News
০২ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০২ অগাস্ট ২০২৫

দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা সম্পন্ন

দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা সম্পন্ন ছবি সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি শেষ হয়েছে। বুধবার (৩০ জুলাই) দিবাগত রাতে এই কর্মসূচি শেষ হয়। এর আগে দলটি সারা দেশে পথসভা ও পদযাত্রা কর্মসূচি পালন করে।

বুধবার দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন বলেন, ঝড়-বৃষ্টি-রোদ ও নানা বাধা অতিক্রম করে সাভারের বাইপাইলে পথসভার মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা। রাতে পদযাত্রার বহর নিয়ে শীর্ষ নেতারা এনসিপির প্রধান কার্যালয়ে এসে পৌঁছান।

উল্লেখ্য, কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতারা পৌঁছালে তাদের ফুল দিয়ে বরণ করে নেন এনসিপির ঢাকা মহানগরের নেতারা।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স