Thikana News
০৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ উড়োজাহাজ কিনবে সরকার

যুক্তরাষ্ট্র থেকে ২৫ উড়োজাহাজ কিনবে সরকার ছবি : সংগৃহীত



 

বিমান পরিবহন খাতে শক্তিশালী অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র ভিত্তিক বোয়িং কোম্পানি থেকে ২৫টি উড়োজাহাজ কেনার অর্ডার দিয়েছে। ২৭ জুলাই (রবিবার) বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সচিব মাহবুবুর রহমান।

 

তিনি বলেন, বোয়িং কোম্পানি তাদের ব্যবসা পরিচালনা করে, যুক্তরাষ্ট্র সরকার নয়। আমরা তাদের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে ভারত, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া ১০০টি করে উড়োজাহাজের অর্ডার দিয়েছে।

 

তিনি আরও বলেন, বোয়িং তাদের উৎপাদন ক্ষমতা অনুযায়ী উড়োজাহাজগুলো সরবরাহ করবে, তাই এ প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে।

 

উল্লেখ্য, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ১৬২ সিটের ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৪১৯ সিটের ৪টি বোয়িং ৭৭৭-৩০০ইআর, ৪টি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার এবং ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এয়ারক্রাফট রয়েছে। নতুন উড়োজাহাজগুলো সংযোজনের মাধ্যমে বিমান পরিবহন খাতে দক্ষতা ও সেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

 

ঠিকানা/এএস


কমেন্ট বক্স