Thikana News
২৭ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৭ জুলাই ২০২৫
মাইলস্টোন দুর্ঘটনা

শিক্ষার্থী জারিফের পর চলে গেলেন অফিস সহায়ক মাসুমা, নিহত বেড়ে ৩৫

শিক্ষার্থী জারিফের পর চলে গেলেন অফিস সহায়ক মাসুমা, নিহত বেড়ে ৩৫ ছবি : সংগৃহীত
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও এক শিশু ও নারীর মৃত্যু হয়েছে। নিহত জারিফ (১৪) ও মাসুমা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল। ২৬ জুলাই (শনিবার) সকালে তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। তিনি জানান, আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মাসুমা নামে এক নারী মারা যান। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। তার আগে ৪০ শতাংশ দগ্ধ নিয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জারিফ মারা যায়।

এ নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা পৌঁছেছে ৩৫ জনে।

এর আগে ২৫ জুলাই (শুক্রবার) দুপুর ১টা ৫ মিনিটের দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাকিন (১৪) নামের এক শিক্ষার্থী।

এদিকে, ২৫ জুলাই (শুক্রবার) বিকেলে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দীন জানান, বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪০ জনের মধ্যে পাঁচজনের অবস্থা সংকটাপন্ন। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, মাইলস্টোন ট্র্যাজেডিতে ২৫ জুলাই (শুক্রবার) বিকেল ৪টা পর্যন্ত মোট ৩৩ জন মারা গেছে। এখনও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৫০ জন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স