ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের তৃতীয় দিনে ভারতের বিপক্ষে ১৫০ রানের মহাকাব্যিক ইনিংস খেলে আরও এক ইতিহাস গড়লেন জো রুট। টেস্ট ক্রিকেটে ১৩,৪০৯ রান করে তিনি উঠে এসেছেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের আসনে—সামনে শুধু একজন, কিংবদন্তি শচীন টেন্ডুলকার (১৫,৯২১)। পেছনে পড়ে গেছেন দ্রাবিড়, ক্যালিস, পন্টিংয়ের মতো গ্রেটরা।
এই ইনিংসেই রুট ছুঁলেন নিজের ১২তম টেস্ট সেঞ্চুরি ভারতের বিপক্ষে—যেটি কোনো ব্যাটারের এক প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় যৌথভাবে তৃতীয়। শুধু ব্র্যাডম্যান (১৯ বনাম ইংল্যান্ড) ও গাভাস্কার (১৩ বনাম ওয়েস্ট ইন্ডিজ) রয়েছেন এগিয়ে।
২০২১ সাল থেকে এখন পর্যন্ত রুটের এটি ২১তম টেস্ট সেঞ্চুরি—একই সময়ে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি স্টিভ স্মিথ ও উইলিয়ামসনের, মাত্র ১০টি করে!
রুটের এটি ২৩তম হোম সেঞ্চুরি, টেস্ট ইতিহাসে রিকি পন্টিং, ক্যালিস ও জয়াবর্ধনের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। একই সঙ্গে ইংল্যান্ডে ভারতের বিপক্ষে এটি তার নবম শতক—যেটি যেকোনো ব্যাটারের এক প্রতিপক্ষের বিপক্ষে হোম গ্রাউন্ডে সর্বোচ্চ।
ওল্ড ট্র্যাফোর্ডে রুটের মোট রান এখন ১,১২৮—এই মাঠে টেস্টে ১,০০০ রানের মাইলফলক স্পর্শ করা প্রথম ক্রিকেটার তিনি। একই সঙ্গে লর্ডস ও ওল্ড ট্র্যাফোর্ড—দুই মাঠেই ১,০০০+ রান করা তৃতীয় ইংলিশ ব্যাটার, তার আগে কেবল কুক ও গুচ।
এমন এক যুগে যেখানে ব্যাটারদের টানা ফর্ম ধরে রাখা কঠিন, সেখানে জো রুট যেন নিরেট এক ব্যতিক্রম। তার ব্যাট থেকে লেখা হচ্ছে নতুন ইতিহাস, প্রতিপক্ষ যতই শক্ত হোক না কেন।
জো রুট এখন শুধুই কিং রুট নয়, তিনি টেস্ট ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি। সামনে টেন্ডুলকারের রেকর্ডও হয়তো হাতছানি দিচ্ছে।
ঠিকানা/এনআই