বকুল খান, স্পেন : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কাতালুনিয়া বাংলাদেশ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
তারুণ্যকে প্রাধান্য দিয়ে প্রজন্মকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে গত ২১ জুলাই সোমবার বানিজ্যিক রাজধানী বার্সেলোনার রাবাল সেন্টারে ১৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
মাহারুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যৌথভাবে সাব্বির আহম্মেদ দুলাল ও মহিউদ্দিন হারুন। প্রধান অতিথি ছিলেন আওয়াল ইসলাম|অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়- প্রধান উপদেষ্টা মাহারুল ইসলাম মিন্টু ব্যাপক আলোচনা পর্যালোচনা করে সকলের সম্মতিতে সভাপতি শাহ আলম স্বাধীন, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দুলাল,যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ সোহাগ সহ কমিটির অন্যান্যদের নাম আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।
ঠিকানা/এসআর