Thikana News
২৭ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৭ জুলাই ২০২৫

কোল্ডপ্লে কনসার্ট কাণ্ড : সিইওর পর সেই নারী কর্মকর্তারও পদত্যাগ

কোল্ডপ্লে কনসার্ট কাণ্ড : সিইওর পর সেই নারী কর্মকর্তারও পদত্যাগ
কোল্ডপ্লে কনসার্টে ‘কিস ক্যাম’–এ ধরা পড়া ঘটনায় টেক প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমারের সিইও অ্যান্ডি বাইরনের পর এবার পদত্যাগ করলেন প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের প্রধান ক্রিস্টিন ক্যাবট।
২৪ জুলাই (বৃহস্পতিবার) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, অ্যাস্ট্রোনোমারের পক্ষ থেকে বলা হয়েছে, ক্যাবট স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এর আগে ভাইরাল হওয়া ভিডিও কেলেঙ্কারির পরপরই পদত্যাগ করেন সিইও অ্যান্ডি বাইরন।

ঘটনার সূত্রপাত ১৬ জুলাই, ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে কোল্ডপ্লে কনসার্টে। ‘কিস ক্যাম’-এর পর্দায় ধরা পড়েন অ্যান্ডি ও ক্রিস্টিন। ভিডিওতে দেখা যায়, দুজন ঘনিষ্ঠ অবস্থায় গান উপভোগ করছেন। হঠাৎ স্ক্রিনে নিজেদের দেখে দুজনেই অপ্রস্তুত হয়ে পড়েন—ক্রিস্টিন মুখ ঢেকে পেছনে সরে যান, আর অ্যান্ডি নিচে ঝুঁকে লুকাতে চেষ্টা করেন।

মঞ্চ থেকে কোল্ডপ্লে ভোকাল ক্রিস মার্টিন কৌতুক করে বলেন, ‘হয় ওরা পরকীয়ায় জড়িত, নয়তো খুব লাজুক।’ পরে ক্রিসের সন্দেহই সত্য প্রমাণিত হয়। বেরিয়ে আসে তারা পরকীয়াই করছেন।

এই ঘটনায় অ্যাস্ট্রোনোমার অ্যান্ডিকে প্রশাসনিক ছুটিতে পাঠায় এবং তদন্তের ঘোষণা দেয়। যদিও এর একদিন পরই তিনি পদত্যাগ করেন। সোশ্যাল মিডিয়ায় একটি ‘ক্ষমা চেয়ে পোস্ট’ ভাইরাল হলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে, সেটি ভুয়া। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি অ্যান্ডি বা ক্রিস্টিন।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স