Thikana News
২৭ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৭ জুলাই ২০২৫

ঈশ্বরগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

ঈশ্বরগঞ্জে ইয়াবাসহ যুবক আটক
প্রতিনিধি ঈশ্বরগঞ্জ  (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে ২ হাজার ২০৫ পিস ইয়াবাসহ সজীব আহম্মেদ (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল। বুধবার রাতে উপজেলার হারুয়া বাসস্ট্যান্ড এলাকায় ‘সাগরিকা’ নামে বাসটিতে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির নেতৃত্বে অভিযানে অংশ নেয় একটি দল। অভিযানের সময় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় বাসে তল্লাশি চালানো হয়। এতে গৌরীপুর উপজেলার টাংগাটি গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুসের পুত্র সজীবের কাছ থেকে উদ্ধার করা হয় ২ হাজার ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট, যার বাজারমূল্য আনুমানিক ৮ লাখ ৮২ হাজার টাকা।

ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক সজীবকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ময়মনসিংহ অঞ্চলে মাদকের প্রবাহ ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তারা বলেন, তরুণ প্রজন্মকে রক্ষায় এ কার্যক্রম আরও জোরদার অব্যাহত থাকবে।  

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স