Thikana News
০২ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০২ অগাস্ট ২০২৫

বিচারপতি খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত : মির্জা ফখরুল

বিচারপতি খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত : মির্জা ফখরুল ছবি : সংগৃহীত

দেশের রাজনৈতিক সংকট তৈরিতে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক শতভাগ দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ২৪ জুলাই (বুধবার) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেয়। এর মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ হয়ে যায়।

 

বিএনপি মহাসচিব বলেন, বিচারপতি খায়রুল হকের দৃষ্টান্তমূলক দেওয়া উচিত। যাতে ভবিষ্যতে কেউ ওই জায়গাটাতে বসে রাষ্ট্রের ক্ষতি করতে না পারে। তার রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার বিধানটা বাতিলকে পার্মানেন্ট করা হয়েছে। যেটা বাংলাদেশের পরবর্তীকালের রাজনৈতিক সংকট তৈরি করেছে। জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

খায়রুল হক গ্রেপ্তার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, তিনি বাংলাদেশের একজন বড় শত্রু। তিনি বাংলাদেশের একটা বিশাল ক্ষতি করেছেন৷ একটা বিরাট পদে থেকে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার একটা ব্যাপারে দায়িত্বে ছিলেন। সেখানে তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে তার দেওয়া রায় রাষ্ট্রের বিরুদ্ধে গেছে। বিলম্ব হলেও তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে, সেজন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ। সঠিকভাবে তার তদন্ত হবে সব বিষয়গুলোর এবং তার সঠিকভাবে তার বিচার কার্য সম্পাদন হবে সেটাই আমরা আশা করি।

 

বিএনপির এই নেতা বলেন, শিশু অ্যাকাডেমির ভবনটি ভেঙে ফেলার জন্য কথাবার্তা চলছে বা এ ধরনের প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জেনেছি। আমরা এটার বিরোধিতা করি। বিরোধিতা করি কারণেই যে এটি শিশুদের একটি প্রতিষ্ঠান। যেটা দিয়ে শিশুদের বেড়ে ওঠা, তাদের মানসিকতা তৈরি করা, তার এক্সট্রা কারিকুলাম আক্টিভিটি তৈরি করা হয়। এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা উদ্যোগ। তিনি এই শিশু অ্যাকাডেমি নির্মাণ করেছিলেন এবং এটা সারা বাংলাদেশেই এর শাখা আছে। ভবনটিকে থেকে সরানো একেবারেই সঠিক সিদ্ধান্ত হবে না। এ ব্যাপারে আমরা আমাদের খুব স্পষ্ট বক্তব্য যে আমরা চাই না যে শিশু ভবনটি সেই জায়গা থেকে স্থানান্তরিত করা হোক বা সেটাকে অন্য জায়গায় দেওয়া হোক।

 

ঠিকানা/এএস


কমেন্ট বক্স