Thikana News
০৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

বাংলাদেশিদের পাশে চান জোহরান  মামদানি ও জুমানি উইলিয়ামস

বাংলাদেশিদের পাশে চান জোহরান  মামদানি ও জুমানি উইলিয়ামস



 
নিউইয়র্ক সিটি মেয়র পদে ডেমোক্রেটিক প্রাইমারিতে বিজয়ী প্রগ্রেসিভ প্রার্থী জোহরান মামদানি চূড়ান্ত নির্বাচনে বাংলাদেশি-আমেরিকানদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, বাংলাদেশি কমিউনিটির সদস্যরা আমার হয়ে  
 প্রতিটি ভোটারের দরজায় গিয়েছেন বলেই আমি আজ মেয়র পদপ্রার্থী হতে পেরেছি।
গত ১৮ জুলাই শুক্রবার নিউইয়র্কের জ্যামাইকায় ‘Minority Solidarity in Solidarity Vote’ আয়োজিত সংবর্ধনা ও ফান্ডরেইজিং অনুষ্ঠানে এসব কথা বলেন মামদানি। অনুষ্ঠানের অন্যতম আয়োজক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম মঞ্জু। মামদানি ও জুমানির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত স্বেচ্ছাসেবী সংস্থা ‘ভালো’-এর প্রধান শাহরিয়ার রহমান অতিথিদের পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে পাবলিক অ্যাডভোকেট পদপ্রার্থী জুমানি উইলিয়ামস বলেন, নির্বাচনের লড়াই এখনও শেষ হয়নি। এখনই থেমে গেলে চলবে না। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে।
জ্যামাইকার হেউড রোডে আয়োজক মনিরুল ইসলাম মঞ্জুর নিজ বাসভবনে অনুষ্ঠিত এই আয়োজনে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশিদের পক্ষ থেকে জোহরান মামদানি ও জুমানি উইলিয়ামসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মঞ্জু ও আরমান পরিবার।
ডেমোক্রেটিক প্রাইমারিতে বিজয়ের জন্য আবারও বাংলাদেশি কমিউনিটির প্রতি গভীর কৃতজ্ঞতা জানান মামদানি। তিনি বলেন, বিশেষ করে আমার বাংলাভাষী চাচা-চাচি, ভাই-বন্ধু, তরুণ-তরুণীরা যেভাবে আমাকে সমর্থন করেছেন, তা সত্যিই অনন্য। অনেকেই নিজ দেশের রাজনীতিতে নিরুৎসাহিত থাকলেও নিউইয়র্কে এসে আমার পক্ষে প্রচার করেছেনÑএটা আমার জন্য এক বড় অর্জন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী আরমান হোসেন, ফার্মাসিস্ট মোহাম্মদ কবীর, ডা. শামীম আহমেদ, ক্রিস্টিনা পারভিন, আক্তার রহমান টিপু, ফখরুল ইসলাম দেলোয়ার, ডা. মাসুম কাদের, ডা. সাবরি, সালমা হক, দন্ত চিকিৎসক সিদ্দিকী, ডা. নাজমুল, সাপ্তাহিক বাংলাদেশের সম্পাদক ডা. ওয়াজেদ এ খান প্রমুখ। 
উল্লেখ্য, জোহরান মামদানি উগান্ডায় জন্মগ্রহণ করেন। তার পিতা ভারতীয়-উগান্ডীয় খ্যাতিমান অধ্যাপক মাহমুদ মামদানি এবং মাতা হলিউডের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার। তবে তিনি শুরু থেকেই ‘পরিচয়ের রাজনীতি’ এড়িয়ে চলেছেন এবং নিজেকে গড়ে তুলেছেন নিউইয়র্কের কর্মজীবী মানুষের প্রতিনিধি হিসেবে।
তার প্রচারণার মূল ভিত্তি-ভাড়াবৃদ্ধি স্থগিতাদেশ, ফ্রি বাস সার্ভিস এবং সরকারি মালিকানাধীন সুপারমার্কেট চালুর প্রতিশ্রুতি। কর্মজীবী কৃষ্ণাঙ্গ, ল্যাটিনো, দক্ষিণ এশীয়, মুসলিম, ইহুদি ও শ্বেতাঙ্গ ভোটারদের সমর্থন পেতে তিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
 

কমেন্ট বক্স