ফ্রান্স থেকে আহমেদ জুনেদ ফারহান :২১ জুলাই সোমবার বিকেল ৫ ঘটিকায় প্যারিসের ক্যাথসিমা ওবারভিলিয়ে বটতলা রেস্টুরেন্টে মৌলভীবাজার জেলার কৃতি সন্তান সাবেক জেলা ছাত্রদল নেতা ও কানাডা বিএনপি পূর্ব যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মুহিম আহমেদ এর ফ্রান্সে আগমন উপলক্ষে ফ্রান্সে বসবাসরত মৌলভীবাজার জেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ফ্রান্স বিএনপি'র সাবেক প্রচার সম্পাদক জনাব শ্যামল দাস সানী। অনুষ্ঠানটি যৌথ সঞ্চলনা করেন কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জুনেদ ফারহান ও সাবেক সিলেট জেলা ছাত্রদলের সদস্য আতিক আহমেদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন ফ্রান্স বিএনপি সাবেক সদস্য হুমায়ুন রশিদ এনাম এবং মোনাজাতে মাধ্যমে মহান আল্লাহর নিকট বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনার করেন ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রূহের মাগফেরাত কামনা করেন নেতৃবৃন্দ।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক বক্তব্য ও মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা, প্রোপাগান্ডা ও কুট উক্তি বক্তব্যের বিরুদ্ধে অনুষ্ঠানে বক্তারা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি করে বলেন অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রপাগান্ডা বক্তব্য প্রত্যাহার করার জোর দাবি জানান।
অন্যথায় আগামীতে ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বিভিন্ন ভাবে তাদেরকে প্রতিরোধ এবং প্রতিহত করা হবে।
উক্ত সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি কানাডা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মাহিম আহমেদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মিসবাহ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব দিব্য রায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক যুব-বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মির্জা আব্দুল হান্নান এপোলো, আরো বক্তব্য রাখেন ফ্রান্স-পিএনপি নেতা আবু বক্কর, পর্তুগাল বিএনপি নেতা কবির আহমদ, মৌলভীবাজার পৌর ছাএদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ মিলাদুর রহমান জুমার, কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, সাবেক সিলেট জেলা ছাত্রদলের সমাজ সেবা বিষয়ক সম্পাদক জাহেদ আহমেদ, মৌলভীবাজার সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মির্জা আলমগীর, মৌলভীবাজার সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আপন আহমেদ, বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সামাদ খান রাজু, কুলাউড়া পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক খন্দকার মঞ্জুর, ফ্রান্স যুবদল নেতা নিজাম আহমদ, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের সদস্য নাজমুল ইসলাম প্রমূখ।
সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক লোকমান আহমদ, সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সিলেট জেলা ছাত্রদলের সদস্য জামিল আহমদ, সাবেক কুলাউড়া উপজেলা ছাত্রদল নেতা আব্দুর রহমান, সাবেক সিলেট জেলা ছাত্রদলের সদস্য রুহুল আমিন, সাবেক কুলাউড়া উপজেলা ছাত্রদল নেতা ওয়াহিদুজ্জামান টিটু, ছাত্রদল অর্গানাইজেশন ফ্রান্স শাখা সাবেক যুগ্ম-সম্পাদক ফখরুল ইসলাম প্রমুখ্য।
অনুষ্ঠানের শেষ প্রান্তে সভার সভাপতি ফ্রান্স বিএনপি'র সাবেক প্রচার সম্পাদক জনাব শ্যামল দাস সানীর সমাপনী বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। এবং অনুষ্ঠান শেষে উপস্থিত সকল নেতৃবৃন্দের মধ্যে এক নৈশভোজ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ঠিকানা/এএস