Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

নৌকায় ভোট চাওয়া সেই ওসি বদলি

নৌকায় ভোট চাওয়া সেই ওসি বদলি ছবি সংগৃহীত
নৌকায় ভোট চাওয়া জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার সেই ওসি শ্যামল চন্দ্র ধরকে বদলি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান।

পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধরকে বদলি করা হয়েছে। তাকে জামালপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এরপর তাকে অন্যত্র বদলি করা হবে।’

তবে বদলির কারণ জানতে চাইলে পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘রাষ্ট্রীয় কারণেই তাকে বদলি করা হয়েছে। অন্য কোনো কারণ নেই।’

গত ১৫ আগস্ট দেওয়ানগঞ্জ পৌরসভার আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ওসি শ্যামল চন্দ্র ধর তার বক্তব্যে নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।

তিনি নৌকার বিজয় নিশ্চিত করতে জনসাধারণের কাছে ভোট চান। এ ছাড়া ওই অনুষ্ঠানে ওসি শ্যামল চন্দ্র ধর তার বক্তব্যে সংসদ সদস্য আবুল কালাম আজাদকে দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, মাটি মানুষের নেতা ও নয়নের মণি বলে উল্লেখ করেন।

ওই বক্তব্যে তিনি দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র নুরুন্নবী অপুকে সুযোগ্য মেয়র হিসেবে আখ্যায়িত করেন।

তার ২ মিনিট ১১ সেকেন্ডের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। সরকারি এক কর্মকর্তা এমন বক্তব্য দিতে পারেন কি না তা নিয়ে ওঠে প্রশ্ন। দেওয়ানগঞ্জ পৌরসভার মাঠে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় এমপি আবুল কালাম আজাদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তিনি ২০০১ সালে পুলিশ বাহিনীতে এসআই পদে যোগদান করেন। ২০২২ সালের ২৮ জুলাই তিনি দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি হিসেবে যোগদান করেন। তিনি দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ পরিদর্শকের দায়িত্ব পালন করেছেন। ওসি শ্যামল চন্দ্র ধর নেত্রকোনার কেন্দুয়া থানার সোহাগপুর এলাকার বাসিন্দা।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স