Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

ট্রাম্পের ঐতিহাসিক মাগশট প্রকাশ

ট্রাম্পের ঐতিহাসিক মাগশট প্রকাশ
নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে দায়ের হওয়া মামলায় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ আগস্ট) গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এ নিয়ে ট্রাম্পের মাগশট (কয়েদির মুখমণ্ডলের ছবি)  প্রকাশ করা হয়েছে। খবর বিবিসির।

মার্কিন ইতিহাসে তিনি প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট যার গ্রেপ্তারের ছবি প্রকাশ করা হলো। তবে আটলান্টার কারাগার থেকে জামিন চুক্তিতে বের হয়েছেন ট্রাম্প। এ জন্য তাকে দুই লাখ ডলার পরিশোধ করতে হবে।

সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার দেখানোর পর ট্রাম্পকে বেশিক্ষণ বন্দি হিসেবে থাকতে হয়নি। তিনি সেখানে প্রায় ২০ মিনিটের মতো ছিলেন।

২০২০ নির্বাচনের সময় জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনের ফলাফল পাল্টে ফেলার চেষ্টার অপরাধে জড়িত থাকার মামলায় ফুলটন কাউন্টি কারাগারে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে আনা ১৩টি আনুষ্ঠানিক অভিযোগের মধ্যে রয়েছে, ভয়ভীতি দেখানোর বিরুদ্ধে জর্জিয়ার গুণ্ডামি-বিরোধী র‍্যাকেটিয়ারিং আইন লঙ্ঘন করা, সরকারি কর্মকর্তার শপথ লঙ্ঘন এবং জালিয়াতির ষড়যন্ত্র।

হোয়াইট হাউজের সাবেক স্টাফ প্রধান মার্ক মেডোস, ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি এবং মার্কিন বিচার বিভাগের সাবেক কর্মকর্তা জেফরি ক্লার্কসহ আরও ১৮ জনের বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়েছিল।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স