Thikana News
০১ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫

‘প্রেমের শাস্তি’ হিসেবে দম্পতিকে গরুর জোয়ালে বেঁধে হালচাষ

‘প্রেমের শাস্তি’ হিসেবে দম্পতিকে গরুর জোয়ালে বেঁধে হালচাষ ছবি সংগৃহীত
ভারতের ওডিশায় স্থানীয় সামাজিক রীতির বিরুদ্ধে গিয়ে বিয়ে করার শাস্তি হিসেবে এক তরুণ দম্পতিকে গরুর জোয়ালের সঙ্গে বেঁধে হালচাষ করানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ওডিশার রায়গাদা জেলার কাঞ্জামাজিরা গ্রামে ঘটেছে। ওই গ্রামের এক তরুণ-তরুণী সম্প্রতি প্রেমে পড়ে বিয়ে করেন। তবে গ্রামবাসী তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছিলেন। কারণ, ছেলেটি মেয়েটির ফুফাতো ভাই। স্থানীয় প্রথা অনুযায়ী এ ধরনের বিয়েকে ‘নিষিদ্ধ’ বলে মনে করা হয়।

এর শাস্তি হিসেবে গ্রামবাসী ওই দম্পতিকে গরুর জোয়ালের সঙ্গে বেঁধে দেন এবং একটি মাঠজুড়ে সেটিকে টেনে নিয়ে যেতে বাধ্য করেন। ভিডিওতে দেখা যায়, যখন দম্পতি জোয়াল টানছে, তখন দুজন লোক তাদের লাঠি দিয়েও মারধর করছেন।

জনসমক্ষে এই হেনস্তার পর দম্পতিকে গ্রামের মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের কথিত ‘পাপমোচনের’ জন্য শুদ্ধিকরণ আচার পালন করানো হয়।

স্থানীয় পুলিশ সুপার এস স্বাতী কুমার জানিয়েছেন, ঘটনাটি তদন্তের জন্য একটি দল ওই গ্রামে গেছে। দ্রুত মামলা করা হবে।

একই ধরনের আরেকটি ঘটনা এ বছরের জানুয়ারিতে রায়গাদা জেলায় ঘটেছিল। সেখানে এক নারী ভিন্ন বর্ণের এক পুরুষকে বিয়ে করায় একটি পরিবারের ৪০ জন সদস্যকে ‘শুদ্ধিকরণ’ আচারের অংশ হিসেবে মাথা ন্যাড়া করতে বাধ্য করা হয়েছিল।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স