Thikana News
০১ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫

ব্যাট হাতে ৫৮ ও বল হাতে ৪ উইকেট পেলেন সাকিব

ব্যাট হাতে ৫৮ ও বল হাতে ৪ উইকেট পেলেন সাকিব ছবি সংগৃহীত
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) টানা তিন ম্যাচে রান না করে সমালোচনার মুখে পড়েছিলেন সাকিব আল হাসান। প্রশ্ন উঠেছিল, সাকিব কি ব্যাটিং ভুলে গেছেন? কিন্তু গ্লোবাল টি-টোয়েন্টি কানাডার মাঠে দুর্দান্ত এক প্রত্যাবর্তনে সব সমালোচনার জবাব দিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।

দুবাই ক্যাপিটালসের হয়ে গায়ানার প্রভিডেন্সে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে খেলতে নেমে ৩৭ বলে ঝকঝকে ৫৮ রানের ইনিংস খেলেন সাকিব। সেই সঙ্গে বল হাতেও ছিলেন দুর্দান্ত—৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট।

এই ম্যাচেই সাকিব পেলেন দুটি মাইলফলক। ১০ ইনিংস পর ফিফটি, ১৮ ম্যাচ পর স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪ উইকেট। এটি তার ক্যারিয়ারে দ্বিতীয়বার, যখন তিনি একই ম্যাচে ফিফটি ও ৪ উইকেট নিলেন। প্রথমবার ২০১৩ সালের বিজয় দিবস টি-টোয়েন্টিতে, প্রাইম ব্যাংকের হয়ে মোহামেডানের বিপক্ষে করেছিলেন ৫৭ রান ও নিয়েছিলেন ৬ উইকেট।

এই পারফরম্যান্সের মাধ্যমে সাকিব স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪৯৭ উইকেটের মালিক হলেন। ৫০০ উইকেটের মাইলফলক এখন একেবারে দোরগোড়ায়।

সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জিতিয়েছে তার দলকেও। দুবাই ৭ উইকেটে করেছিল ১৬৫ রান। রান তাড়ায় সেন্ট্রাল ডিসট্রিক্টস ৮ উইকেকে করে ১৪৩ রান। সাকিবরা জিতেছেন ২২ রানে। ম্যান অব দ্য ম্যাচও সাকিব।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স