Thikana News
১২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ১২ জুলাই ২০২৫

হার দিয়ে টি-টোয়েন্টিও শুরু করল বাংলাদেশ

হার দিয়ে টি-টোয়েন্টিও শুরু করল বাংলাদেশ ছবি সংগৃহীত
ওয়ানডে সিরিজের হতাশা কাটিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর আশা ছিল টাইগারদের। কিন্তু পাল্লেকেলেতে সেই আশায় ছাই ঢেলে দিল শ্রীলঙ্কার দুই ওপেনারের ব্যাটিং তাণ্ডব। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হেরে টি-টোয়েন্টিও হার দিয়ে শুরু করল বাংলাদেশ।

বাংলাদেশ আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৫৪ রান। লক্ষ্য মোটেই অনতিক্রমযোগ্য ছিল না পাল্লেকেলের ব্যাটিং সহায়ক উইকেটে। সেই প্রমাণও মেলে শুরুতেই—শ্রীলঙ্কার দুই ওপেনার কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা ৬ ওভারেই স্কোরবোর্ডে তুলে ফেলেন ৮৩ রান, যা কার্যত ম্যাচ থেকে ছিটকে দেয় সফরকারীদের।

শুধু শুরু নয়, পুরো ম্যাচেই বাংলাদেশের দুর্বলতা স্পষ্ট ছিল। ব্যাটিং অর্ডার নিয়ে ‘সাহসী’ পরীক্ষা-নিরীক্ষার পরও কাঙ্ক্ষিত ফল পায়নি দল। মোস্তাফিজুর রহমানকে একাদশে না রেখে জায়গা দেওয়া হয় পেসার অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে, যিনি দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। মোস্তাফিজ পুরোপুরি ফিট, ম্যাচের আগে নেটে বোলিংও করেছেন, তবু তাকে বসিয়ে রাখার সিদ্ধান্ত ছিল চোখে পড়ার মতো।

এর ফলে ব্যাটিং অর্ডারে জায়গা পান একাধিক ব্যাটার, কিন্তু পারফরম্যান্সে মিলল না ভারসাম্য। শুরুটা ছিল ঝোড়ো—পারভেজ হোসেন ইমন ২২ বলে ৩৮ রান করে দারুণ শুরু এনে দেন। তানজিদ হাসান তামিমও সঙ্গ দেন কিছুটা, দুজনে ৫ ওভারে যোগ করেন ৪৬ রান। কিন্তু এরপর শুরু হয় উইকেট পতনের মিছিল।

অধিনায়ক লিটন দাসের ব্যর্থতা যেন দলের ছায়া। ১১ বল খেলে করেন মাত্র ৬ রান, সঙ্গে নেন একটি অপ্রয়োজনীয় রিভিউও। মিডল অর্ডারে মোহাম্মদ নাঈম, তাওহীদ হৃদয় ও মেহেদী মিরাজ প্রত্যাশা মেটাতে ব্যর্থ হন। ইনিংসের শেষ দিকে শামীম হোসেন ৫ বলে ১৪ রান করে কিছুটা লড়াইয়ের আভাস দিলেও তা যথেষ্ট ছিল না।

বাংলাদেশের ১৫৪ রানের জবাবে শ্রীলঙ্কা ইনিংসের প্রথম ১০ ওভারেই জয়ের দিক নিশ্চিত করে নেয়। কুশল মেন্ডিস করেন ৭৩ রান, তাকে থামাতে পেরেছেন শুধু শামীম হোসেন, দুর্দান্ত এক ক্যাচ নিয়ে। বাকিরা ছিলেন নিঃশব্দ দর্শক।

বাংলাদেশের বোলিং আক্রমণ ছিল বিবর্ণ। স্পিন বা পেস—কেউই লাইন-লেন্থে ধারাবাহিকতা রাখতে পারেননি। মাঠে লঙ্কান সমর্থকদের উৎসবমুখর পরিবেশের মাঝে বাংলাদেশ হারিয়ে গেছে যেন ছায়ায়।

শ্রীলঙ্কা এক ওভার হাতে রেখেই তুলে নিয়েছে সহজ জয়। এই হারে বাংলাদেশ শুধু সিরিজে পিছিয়ে পড়েনি, বরং টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি নিয়েও বড় প্রশ্ন তুলে দিয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স