Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


সীমান্ত দিয়ে আট বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

সীমান্ত দিয়ে আট বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ ছবি : সংগৃহীত



 
ভারতে অনুপ্রবেশ ও অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক ৮ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ৮ জুলাই (মঙ্গলবার) সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহনপুর সীমান্তে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। 

ফেরত আসা বাংলাদেশিরা হলেন– চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের হাকিমপুর গ্রামের মামুন মিয়া, সোহেল মিয়া, মো. রাকিবুল, শিহাব উদ্দিন, শাকিল মিয়া, রুবেল মিয়া, রিহান মিযা ও মো. ইকবাল। 

ধর্মঘর ২৫ বিজিবির নায়েক সুবেদার আবু সায়েদ জানান, এই আটজন বাংলাদেশি যুবক কাজের সন্ধানে দালালের মাধ্যমে কিছুদিন আগে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে। বিএসএফ তাদের ফেরত দেওয়ার পর সবাইকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্লাহ জানান, আটক আটজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স