গাজীপুরসহ পাঁচ সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গাজীপুর সিটি ২৫ মে, খুলনা-বরিশাল ১২ জুন, রাজশাহী-সিলেট ২১ জুন ভোট হবে বলে তফসিলে জানানো হয়।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে কমিশনের এক বৈঠক হয় আজ ৩ মার্চ (সোমবার)। সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান ইসি সচিব।
ঘোষিত তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ২৭ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ এপ্রিল। এরপর প্রার্থিতা প্রত্যাহার ৮ মে, প্রতীক বরাদ্দ ৯ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ মে।
এছাড়া খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ১২ জুন এবং সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনে ২১ জুন ভোট হবে বলে জানায় ইসি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সভায় অন্য চার কমিশনারসহ ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
ঠিকানা/এসআর