ডোপ টেস্টে পজিটিভ হয়ে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ৪ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন পল পগবা। তবে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিলের প্রেক্ষিতে পগবার নিষেধাজ্ঞা ৪ বছর থেকে নেমে আসে ১৮ মাসে। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও মাঠে ফিরছেন বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার।
ফরাসি ক্লাব মোনাকোর সঙ্গে সম্প্রতি দুই বছরের চুক্তি করেছেন পগবা। বয়স পেরিয়ে গেছে ৩২। তবুও এখনও জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখছেন পগবা। বাস্তবতাও ভালো করেই জানেন এই ফরাসি তারকা। তাই নিজেই বললেন, ফ্রান্সের হয়ে ফেরার পথে এখনও প্রাথমিক পর্যায়ে আছেন তিনি।
পগবা বলেন, 'প্রতিটি ফরাসি ফুটবলারের চাওয়া থাকে ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলা। আমারও ইচ্ছে আছে ফেরার। তবে সবকিছুরই নানা পর্যায় আছে। আমি এখন আছি প্রথম পর্যায়ে। মাঠে ফিরছি, এরপর ভালো পারফর্ম করতে হবে।'
জাতীয় দলে ফেরা সহজ নয় জানিয়ে বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার আরও বলেন, 'জাতীয় দলে ফেরা সহজ নয়। জায়গা আদায় করে নিতে হবে, অর্জন করে নিতে হবে। কারণ আমাদের জাতীয় দলে দারুণ সব ফুটবলার আছে। দুর্দান্ত একটি দল এটি।'