Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

৫ কোটি ইউরোতে নতুন ঠিকানায় যাচ্ছেন বায়েনা 

৫ কোটি ইউরোতে নতুন ঠিকানায় যাচ্ছেন বায়েনা 
মৌসুমজুড়ে ব্যর্থতার পথ ধরে শেষ পর্যন্ত ক্লাব বিশ্বকাপ থকে বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্বেই। নতুন মৌসুমের আগে শক্তি বাড়ানোর অভিযান তাই শুরু করে দিয়েছে আতলেতিকো মাদ্রিদ। দলে যোগ করেছে তারা স্প্যানিশ উইঙ্গার আলেক্স বায়েনাকে।

ভিয়ারেয়াল থেকে ৫ বছরের চুক্তিতে নতুন এই ঠিকানায় যাচ্ছেন বায়েনা। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর খবর, ২৩ বছর বয়সী মিডফিল্ডারকে পেতে আতলেতিকোর খরচ ৫ কোটি ইউরো।

১০ বছর বয়স ভিয়ারেয়ারের একাডেমিতে যোগ দেন বায়েনা। এরপর ‘সি’ দল, ‘বি’ দলের ধাপ পেরিয়ে মূল দলে জায়গা করে নেন ২০২০ সালে। পরে ধারে এক মৌসুম খেলেন জিরোনাতে। বড় অবদান রাখেন ক্লাবটির লা লিগায় উঠে আসায়। সেখান থেকে আবার ভিয়ারেয়ালে ফিরে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন। বিশেষ করে দুই মৌসুমে দারুণ খেলে নজর কেড়েছেন তিনি।

মূলত তিনি লেফট উইংয়ে বেশি খেলেন। তবে মাঝমাঠের যে কোনো জায়গাতেই খেলতে পারেন।

স্পেনের অনূর্ধ্ব-১৬ থেকে শুরু করে অনূর্ধ্ব-২৩ পর্যন্ত সবগুলি বয়সভিত্তিক দলে খেলেছেন তিনি। জাতীয় দলের জার্সিতে প্রথমবার মাঠে নামের ২০২৩ সালে। অভিষেকেই গোলের স্বাদ পান সাইপ্রাসের বিপক্ষে।

গতবছর ইউরোজয়ী স্পেন দলের অংশ ছিলেন তিনি। টুর্নামেন্টে বদলি হিসেবে মাঠে নামেন দুইবার। পরে প্যারিস অলিম্পিকসে সোনাজয়ী দলে ছিলেন গুরুত্বপূর্ণ অংশ। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দলের দারুণ জয়ে একটি গোলও করেন তিনি।

এই মৌসুমেই লা লিগায় পঞ্চম হওয়া ভিয়ারেয়ালের হয়ে বায়েনার পারফরম্যান্স ছিল উজ্জ্বল। লিগের মৌসুম-সেরা দলে জায়গা করে নেন তিনি। শৈশবের দল ছেড়ে নতুন ক্লাবে যোগ দিয়ে তিনি উচ্ছ্বসিত।

“খুবই ভালো লাগছে, আমার ক্যারিয়ারের পথচলায় এটি বড় এক পদক্ষেপ। স্পেন ও ইউরোপের সবচেয়ে বড় ক্লাবগুলির একটিতে যোগ দিচ্ছি আমি।”

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স