ঢাকার বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির ঢাকা মহানগর দক্ষিণের জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি করা হয়েছে।
এদিকে এর প্রতিবাদে রাত সাড়ে ১২টায় ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে এনসিপি।
এর আগে একই স্থানে পরপর দুই দিন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছিল দুর্বৃত্তরা। এর মধ্যে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে একবার ককটেল হামলা চালানো হয়। ওই হামলায় দলটির ৪ নেতাকর্মী আহত হন।
ঠিকানা/এনআই