যুক্তরাষ্ট্র থেকে এখন অনেকেই উমরা হজ করার জন্য পবিত্র নগরী মক্কায় যাচ্ছেন। অনেকেই চেষ্টা করছেন সাধ্যের মধ্যে প্যাকেজে উমরায় যেতে। নিউইয়র্কের বিভিন্ন ট্রাভেল এজেন্সি উমরা হজ পালনকারীদের নানা সুবিধা দিচ্ছে। প্রতিটি উমরা প্যাকেজে তারা ভিসা, হোটেল বুকিং, যাতায়াতের গাড়ি, উমরার পর মক্কা থেকে মদিনায় যাওয়াসহ সবকিছুর ব্যবস্থা রেখেছে। ট্রাভেল এজেন্সিগুলোর পাশাপাশি ব্যক্তিগতভাবেও অনেকে উমরা হজের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করছেন। বিভিন্ন মসজিদের ইমামদের উদ্যোগেও একাধিক মানুষ উমরা হজে যাচ্ছেন।
একেকটি ট্রাভেল এজেন্সি একেক রকম উমরা প্যাকেজ দিচ্ছে। এর মধ্যে যে যার সুবিধামতো প্যাকেজ বাছাই করে নিতে পারেন। এ কারণে দামেরও ব্যবধান রয়েছে। উমরা প্যাকেজের মূল্য ১৭৯০ ডলার থেকে ৩০০০ ডলার পর্যন্ত রয়েছে। জ্যাকসন হাইটসের বিভিন্ন ট্রাভেল এজেন্সি বিভিন্ন ধরনের উমরা প্যাকেজ দিচ্ছে। এর মধ্যে রয়েছে ১৭৯০ ডলার থেকে ২৫০০ ডলারের প্যাকেজ। কোথাও কোথাও এর চেয়েও বেশি।
জানা গেছে, আকরা ট্রাভেলসের প্যাকেজের মূল্য ২৪৯৫ ডলার। এই প্যাকেজে একটি রুমে চারজন থাকতে হবে। এ ছাড়া রয়েছে এক রুমে তিনজন থাকার প্যাকেজ, সেটির মূল্য ২৫৯৫ ডলার। এক রুমে দুজন থাকলে প্যাকেজের দাম পড়বে ২৭৯৫ ডলার। তিন ধরনের প্যাকেজের মধ্যে যার যেটি সুবিধা, তিনি সেটি নিতে পারেন। তাদের প্যাকেজগুলো অক্টোবরের জন্য রয়েছে। অক্টোবরের উমরা প্যাকেজ যারা কিনছেন, তারা যুক্তরাষ্ট্রের সাতটি সিটি থেকে সুবিধা দিচ্ছে। এর মধ্যে রয়েছে লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, হিউস্টন, ডালাস, ওয়াশিংটন, শিকাগো ও নিউইয়র্ক।
আকরা ট্রাভেলস জানায়, তাদের প্যাকেজের মধ্যে রয়েছে এয়ার ফেয়ার উইথ অল ট্যাক্সেস/ফুয়েল, চার নাইট এবং মদিনা আনোয়ার মোভেন পিক, চার রাত মক্কা মোভেন পিক হজর টাওয়ার, প্রতিদিন সকালে বুফে নাশতা, ফুল ট্রান্সপোর্টেশন, তাদের নিজস্ব ভিআইপি বাস সার্ভিস, জিয়ারত ট্যুর মক্কা ও মদিনা, মিট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট, মদিনা ও মক্কা, সৌদি ভিসা প্রসেসিং (ইউএস পাসপোর্ট কেবল)। এ ছাড়া রয়েছে জুমার নামাজ মদিনা ও মক্কায় পড়ার সুযোগ। তাদের কোড স্ক্যান করেও বিভিন্ন বিষয়গুলো দেখা যাবে। তারা এখন যে প্যাকেজ দিচ্ছে, সেটি সীমিত। এখন বুকিং চলছে। যুক্তরাষ্ট্রের সিটিজেনদের জন্য এসব প্যাকেজ। বাংলাদেশি পাসপোর্ট হলে এই প্যাকেজের সুবিধা পাওয়া যাবে না।
বাংলা ট্রাভেল উমরা হজের বিভিন্ন প্যাকেজ দিচ্ছে। তাদের সাত দিনের প্যাকেজে রয়েছে মক্কায় উমরা পালন শেষে মদিনায় যাওয়ার সুযোগ। সেখানে যাতায়াতের ব্যবস্থা রয়েছে নিজস্ব উদ্যোগে। মক্কায় দুজন স্টাফ রয়েছেন বাংলা ট্রাভেলসের, যারা উমরা পালনকারীদের সহায়তা করবেন। এ ছাড়া মদিনায়ও দুজন স্টাফ রয়েছেন, তারা সেখানে সহায়তা করেন। থাকার জন্য টু স্টার থেকে ফোর স্টার পর্যন্ত হোটেল সুবিধা দেওয়া হয়ে থাকে। এটি মক্কা শরিফ থেকে দুই হতে চার ব্লক দূরে।
বাংলা ট্রাভেলসের সিইও ও প্রেসিডেন্ট বেলায়েত হোসেন বেলাল বলেন, আমরা অত্যন্ত স্বল্প খরচে মানুষের জন্য উমরা হজে যাওয়ার ব্যবস্থা করছি। যারা উমরা হজে যারা যেতে চান, তারা আমাদের প্যাকেজ নিতে পারেন। আমরা মাত্র পাঁচ মিনিটের মধ্যেই উমরাহ হজের ভিসার ব্যবস্থা করি। এক বছরের ভিসা থাকবে। এটি আনলিমিটেড। এ জন্য তারা বছরের যেকোনো সময় উমরা হজ করতে পারবেন। আমরা খাবারের ব্যবস্থা করি না। কারণ একেকজন একেক রকমের খাবার পছন্দ করেন। আমরা কেবল কোন কোন সময় তাদেরকে নিয়ে যাব ও হোটেলে ফেরত দেব, সেটাই বলি। বাকি সময়টা তারা নিজেদের মতো করেই সবকিছু করতে পাবেন। আমাদের সেখানকার লোক তাদের সঙ্গে থাকবেন। কাস্টমারদের সন্তুষ্টি আমাদের কাছে বড়।