Thikana News
০২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০২ জুলাই ২০২৫

ঐক্য এবং গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোস নেই বিএনপির: মির্জা ফখরুল

ঐক্য এবং গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোস নেই বিএনপির: মির্জা ফখরুল ছবি : সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনার পলায়নের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। ১ জুলাই (মঙ্গলবার) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি পরিবর্তনে বিশ্বাস করে বলেই বহু আগেই রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ঘোষণা দিয়েছিলো। সংস্কারের কথা তো বিএনপিই বলেছিলো, অথচ এখন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বিএনপি সংস্কার মানছে না। শুধু বিএনপিকে দোষারোপ করা ঐক্যের জন্য সহায়ক নয়।

তিনি আরও বলেন, গণতন্ত্র ও ঐক্যের প্রশ্নে কোনো আপস নেই বিএনপির। এমনকি ‘জুলাই সনদ’-এর প্রস্তাব আগেই দিয়েছে বিএনপি, এখন সরকারের দায়িত্ব সেটা সামনে নিয়ে আসা। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নেই।

অন্যদিকে, দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জনগণের ভোটের জন্যই আন্দোলন করেছিলো বিএনপি। প্রতিপক্ষ ভেবে অনৈক্য সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স