Thikana News
০২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০২ জুলাই ২০২৫

দেশে জুন মাসে রেমিট্যান্স এলো ৩৪ হাজার ৬৬১ কোটি টাকা

দেশে জুন মাসে রেমিট্যান্স এলো ৩৪ হাজার ৬৬১ কোটি টাকা
সদ্য শেষ হওয়া জুন মাসে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৮১ কোটি ৮০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ৩৪ হাজার ৬৬১ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে)। ১ জুলাই (মঙ্গলবার) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন খান বলেন, চলতি বছরের জুনে রেমিট্যান্স এসেছে ২৮১ কোটি ৮০ লাখ ডলার। আগের বছরের (২০২৪ সাল) জুন মাসে রেমিট্যান্স এসেছিল ২৫৩ কোটি  ৯০ লাখ ডলার। সেই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ১১ শতাংশ।

আরিফ হোসেন খান আরও বলেন, চলতি অর্থবছরের (২০২৪-২০২৫) ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত রেমিট্যান্স এসেছে তিন হাজার ৩২ কোটি ৫০ লাখ ডলার। আগের অর্থবছরের (২০২৩-২০২৪) ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত রেমিট্যান্স এসেছিল দুই হাজার ৩৯১ কোটি ২০ লাখ ডলার। প্রবাসী আয় বেড়েছে ২৬ দশমিক ৮০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার ডলার। গত ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২৫২ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ডলার। মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার, এপ্রিলে ২৭৫ কোটি ২৩ লাখ ৩০ হাজার ডলার এবং মে মাসে ২৯৬ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স