Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

ফোবানা নিয়ে শাহ নেওয়াজের সংবাদ সম্মেলন ২৩ আগস্ট

ফোবানা নিয়ে শাহ নেওয়াজের সংবাদ সম্মেলন ২৩ আগস্ট
কানাডায় ফোবানা সম্মেলন করতে যাচ্ছেন জেবিবিএ এর সাবেক সভাপতি, বর্তমান উপদেষ্টা, গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ। ফোবানার সম্মেলন উপলক্ষে ফোবানা স্টিয়ারিং কমিটি ও টরেন্টো কনভেনশন কমিটির যৌথ  সংবাদ সম্মেলন হচ্ছে ২৩ আগস্ট বুধবার। জ্যাকসন হাইটসের গোল্ডেন এজ পার্টি সেন্টারে সন্ধ্যা সাতটায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে অনুষ্ঠানে থাকার জন্য বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই সময়ে তার সাথে আয়োজকদের কয়েকজন নেতা উপস্থিত থাকার কথা রয়েছে। 
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘প্রবীনের অহংকার তারুণ্যের জয়গান’ শ্লোগান নিয়ে ফোবানা কনভেনশনের প্রস্তুতি এগিয়ে চলেছে। গঠিত হয়েছে ফোবানা কনভেনশন ২০২৩ পরিচালনা পরিষদ। 
যাদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান: মোহাম্মদ ইলিয়াস মিয়া, কনভেনর: আব্দুল আজাদ, মেম্বার সেক্রেটারি: রিমন ইসলাম, প্রধান পৃষ্ঠপোষক: ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউর রহমান,  চীফ কনসালটেন্ট: মাহবুব রব চৌধুরী ,  চীফ এডভাইজার:  নজরুল ইসলাম মিন্টো,  চীফ কো-অর্ডিনেটর: আহমেদ হোসেন। 
পুরো কনভেনশনের দেখভাল করছেন ফোবানার এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আলী ইমাম, এক্সিকিউটিভ সেক্রেটারি শাহ নেওয়াজ ও ভাইস চেয়ারম্যান কাজি আজমসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 
যৌথ সাংবাদিক সম্মেলনে শাহ নেওয়াজ ও ফোবানা স্টিয়ারিং কমিটি ও টরেন্টো কনভেনশন কমিটির নেতারা বিভিন্ন বিষয়ে সাংবাদিকদেরকে অবহিত করবেন। এই ব্যাপারে শাহনেওয়াজ বলেন, আমরা কানাডায় ফোবানা সম্মেলন করছি। আমাদের এই সম্মেলন অত্যন্ত সুন্দর ও  সফলভাবে করতে পারব বলে আশা করছি। অত্যন্ত বড় পরিসরেই আমরা এই আয়োজন করছি। আমরা ফোবানা সম্মেলনের প্রস্তুতি শুরু করেছি। 
শাহ নেওয়াজ তার পাঠানো এক বার্তায় ফেবানা স্টিয়ারিং ও কনভেনশন কমিটির পক্ষ থেকে জানান, ২৩ আগস্ট এক যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনি আরো জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বর ২০২৩ কানাডার টরেন্টো শহরে ‘দ্যা শেরাটন সেন্টার টরেন্টো হোটেলে’ ৩৭তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে টরেন্টোর সাবেক ডেপুটি মেয়র ও বর্তমান কাউন্সিলর মাইকেল থমাস আনুষ্ঠানিকভাবে সম্মেলন উদ্বোধন করবেন। 
ফোবানার মূল অনুষ্ঠানগুলো শুরু হবে ২ সেপ্টেম্বর থেকে। তা চলবে রোববার ৩ সেপ্টেম্বর পর্যন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি প্রদান করেছেন কানাডার প্রতিরক্ষা মন্ত্রী বিল ব্লেয়ার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সালমা জাহিদ এমপি। অনুষ্ঠানে দেশি বিদেশি অতিথিরা বক্তব্য রাখবেন। শনি ও রোববার বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি, আর্থ সামাজিক উন্নয়ন ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে পৃথক পৃথক কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হবে। 
কনভেনশনে অংশ গ্রহনকারি শিল্পীরা হলেন এস আই টুটুল, বালাম, রিজিয়া পারভিন, রানো নেওয়াজ, মোস্তফা অনিক রাজ, লাবনী, একে আজাদ, খোন্দকার ইসমাইল ও ফরহাদ আদনান প্রমুখ। এছাড়াও নিউইয়র্কের নৃত্য শিল্পীরা বিশেষ নৃত্যনাট্য পরিবেশন করবেন। নৃত্যানুষ্ঠানের বিশেষ “আর্কষন চন্দ্রা ব্যানার্জি ট্রুপ”। টরেন্টোসহ কানাডার বিভিন্ন অঙ্গরাজ্যের সম্মেলনে অংশগ্রহণকারি শিল্পীরাও সাংস্কৃতিক পর্বে অংশ নেবেন।
শাহ নেওয়াজ জানান, বাংলাদেশের সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনালালন ও তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ায়ই ফোবানার মূল লক্ষ্য। আর এ কাজে গুরুত্বপূর্র্ণ ভূমিকা ও অবদান রাখতে পারেন আপনারাই। এ মহতি কাজকে এগিয়ে নেবার লক্ষ্যে ফোবানার এ সম্মেলনে যোগদান করে স্বচ্ছ ও বাস্তব ভিত্তিক কর্মকান্ড পরিচালনা  ও নেতৃত্ব প্রদানে যারা ভূমিকা রাখছেন তাদেরকে আপনাদের লেখনী ও প্রচারের মাধ্যমে সহযোগিতার অনুরোধ রইলো। 
সাংবাদিকদের বলবো, আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আগত সম্মেলনের সকল সংবাদ আপনাদের বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে প্রচার ও প্রকাশ করে সহযোগিতা করুন। এই সম্মেলনে যোগদানের জন্য আপনাদের প্রতি আন্তরিকভাবে আহবান জানাচ্ছি। সংবাদ সম্মেলনে ফোবানা স্টিয়ারিং কমিটি ও কনভেনশন কমিটি ২০২৩ কমিটি সম্মেলন আয়োজনের আরো বিস্তারিত তুলে ধরবেন। 






 

কমেন্ট বক্স