রাতে ঘুমাতে যাওয়ার পর ঘন ঘন প্রসাব হওয়া স্বাস্থ্য সমস্যার লক্ষণ। এর পেছনে আরও অনেক কারণ থাকতে পারে এবং এটি উপেক্ষা করা ঠিক না। যদি আপনার প্রতিদিন ঘুমের মধ্যে বারবার প্রস্রাব করার মতো সমস্যা হয়। তাহলে এর অর্থ হলো আপনি কোনো ধরনের স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। জেনে নিন রাতে ঘন ঘন প্রস্রাব কোন রোগের ইঙ্গিত দেয়।
– যদি কেউ রাতে দুই বা ততোধিক বার প্রস্রাব করার জন্য ঘুম থেকে ওঠে। তাহলে এগুলো কিডনি রোগের লক্ষণ হতে পারে।
– প্রস্রাবে ফেনা বা রক্ত, ক্লান্তি এবং ক্ষুধা হ্রাসের মতো লক্ষণগুলো উপেক্ষা করা উচিত নয়। আপনার অবিলম্বে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।
– ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে, শরীর অতিরিক্ত চিনি প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়ার চেষ্টা করে। এর ফলে ঘন ঘন প্রস্রাব হয়।
– নারীদের এবং বয়স্কদের ঘন ঘন প্রস্রাবের প্রধান কারণ হলো মূত্রনালীর সংক্রমণ। প্রস্রাব করার সময় জ্বালাপোড়া, ব্যথা বা দুর্গন্ধ হতে পারে।
– বয়স্ক পুরুষদের ক্ষেত্রে, প্রটেস্ট গ্রন্থি বর্ধিত হওয়ার কারণে রাতে ঘন ঘন প্রস্রাব হতে পারে। লক্ষণগুলোর মধ্যে থাকতে পারে একবারে প্রস্রাব না করে অল্প পরিমাণে প্রস্রাব করা।
– কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া প্রস্রাবের কারণ হতে পারে। এই ধরনের ক্ষেত্রে, শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়া উচিত।
ঠিকানা/এসআর