Thikana News
২৯ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৯ অক্টোবর ২০২৫


তানজানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৮

তানজানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৮ ছবি সংগৃহীত



 
তানজানিয়ায় একটি বাস ও মিনিবাসের সংঘর্ষে প্রায় ৩৮ জন নিহত হয়েছেন। দেশটির কিলিমাঞ্জারো অঞ্চলের সাবাসাবাতে শনিবার (২৮ জুন) সন্ধ্যায় বাসের একটি টায়ার পাংচার হয়ে যাওয়ার ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে বলে রোববার জানিয়েছে দেশটির রাষ্ট্রপতির দপ্তর। সংঘর্ষের কারণে আগুন লেগে গাড়ি দুটি পুড়ে গেছে।

রাষ্ট্রপতির দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় দুই নারীসহ মোট ৩৮ জন নিহত হয়েছেন। শরীরে পুড়ে যাওয়ায় ৩৬টি মৃতদেহ এখনো শনাক্ত করা যায়নি। হতাহতদের জাতীয়তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহতদের মধ্যে ছয়জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়। এতে আরও বলা হয়, রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসান শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। সেই সঙ্গে তানজানিয়ার রাস্তায় ঘন ঘন মারাত্মক দুর্ঘটনা ঘটছে জানিয়ে তিনি সড়ক নিরাপত্তা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে দেশটির সরকার সড়ক নিরাপত্তা প্রচারণা বাড়িয়েছে, কিন্তু তা সত্ত্বেও দেশটিতে দুর্ঘটনা বেড়েই চলেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৮ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে দেশটিতে আনুমানিক ১৩ হাজার থেকে ১৯ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সূত্র : আল-জাজিরা

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স