Thikana News
০৬ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

বিশ্বকাপ খেলার জন্য বাংলাদেশের দিকে তাকিয়ে দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপ খেলার জন্য বাংলাদেশের দিকে তাকিয়ে দক্ষিণ আফ্রিকা ছবি : সংগৃহীত
চলতি বছর ভারতের মাটিতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। আগে থেকেই জানা, এ বিশ্বকাপ হতে চলেছে ১০ দলের। তাতে স্বাগতিক দলসহ সুপার লিগের শীর্ষ ৮ দল খেলবে সরাসরি। দুটি দলকে বাছাইপর্বের বাধা কাটিয়ে আসতে হবে। সরাসরি অংশ নেওয়া ৮ দলের মধ্যে ৭ দলের জায়গা নিশ্চিত। বাকি এক জায়গা নিয়ে এতদিন ধরে চলেছে চারদলের প্রতিযোগিতা। এই চারদল হলো—দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। এর মধ্যে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের আশা শেষ।

বাকি দুদলের মধ্যে নিজেদের ম্যাচগুলো জিতে কাজ সেরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসকে ১৪৬ রানের বড় জয়ে সরাসরি বিশ্বকাপে খেলার আশা ভালোভাবে বাঁচিয়ে রাখল প্রোটিয়ারা। এই জয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে ওয়েস্ট ইন্ডিজকে (৮৮ পয়েন্ট) টপকে আটে উঠেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের পয়েন্ট ৯৮। এতে করে আগামী অক্টোবর-নভেম্বরের বিশ্বকাপে খেলতে ওয়েস্ট ইন্ডিজকে বাছাইপর্ব খেলতে হবে। ১০ নম্বরে থাকা শ্রীলঙ্কাকেও খেলতে হবে বাছাইপর্ব।

দক্ষিণ আফ্রিকার সঙ্গে এখন আর লড়াইয়ে আছে শুধু আয়ারল্যান্ড। তাদের পয়েন্ট হলো ৬৮, অবস্থান ১১ নম্বরে। তবে তাদের এখনও  একটি সিরিজ বাকি আছে আইরিশদের। আগামী মে মাসে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে আয়ারল্যান্ড। ওই সিরিজে সবগুলি ম্যাচ জিতলেই কেবল দক্ষিণ আফ্রিকাকে টপকাতে পারবে আইরিশরা। যদি ওই সিরিজে বাংলাদেশ জিতে যায় তাহলে  প্রোটিয়ারাই সরাসরি খেলবে বিশ্বকাপে।

গতকাল ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা করে ৩৭০ রান। জবাব দিতে নেমে ২২৪ রানেই থেমে যায় নেদারল্যান্ডস। ১৪৬ রানের বড় জয় নিয়ে বিশ্বকাপে সরাসরি খেলার টিকেট প্রায় নিশ্চিত করে রাখল প্রোটিয়ারা।

সংক্ষিপ্ত স্কোর :

দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৭০/৮ (ডি কক ৮, বাভুমা ৬, ফন ডাসেন ২৫, মারক্রাম ১৭৫, ক্লসেন ২৮, মিলার ৯১, ইয়ানসেন ১১*, মাগালা ৫, নরকিয়া ৫, এনগিডি ১*; ক্লাসেন ১০-১-৪৩-২, কিংমা ১০-০-৮০-২, শারিজ ৮-০-৬২-১, মেকেরেন ১০-০-৭৯-২, আরিয়ান ৯-০-৭৪-১, বিক্রমজিত ৩-০-২৯-০) ।

নেদারল্যান্ডস: ৩৯.১ ওভারে ২২৪ (বিক্রমজিত ২১, ও’ডাওড ৪৭, মুসা ৬১, বারেসি ২৯, কুপার ২, এডওয়ার্ডস ৪২, শারিজ ২, মেকেরেন ০, ক্লাসেন ০, কিংমা ১; এনগিডি ৮-০-৩৩-১, ইয়ানসেন ৭-১-৩৯-১, নরকিয়া ৫-০-২৬-০, মাগালা ৯-২-৪৩-৫, শামসি ৪.১-০-৩৮-১, মারক্রাম ৬-০-৪০-২)।

ফল : দক্ষিণ আফ্রিকা ১৪৬ রানে জয়ী ।

সিরিজ : ৩ ম্যাচের সিরিজে ২-০ তে জয়ী দক্ষিণ আফ্রিকা।

কমেন্ট বক্স