Thikana News
২১ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২১ জুলাই ২০২৫

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানায় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না পুতিন

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানায় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: এএফপি
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার কারণে আগামী মাসে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাজিল যাচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

স্থানীয় সময় ২৫ জুন (বুধবার) ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ এ তথ্য জানান। খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানায় কিছু জটিলতা তৈরি হওয়ায় প্রেসিডেন্ট পুতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণ করবেন। 

তবে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ রিও ডি জেনেইরোতে ৬ ও ৭ জুলাই অনুষ্ঠেয় সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে জানান তিনি।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স