তিন দিনের ভারত সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
২৩ আগস্ট বুধবার বিকেলে তাকে বহনকারী বিমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে জানিয়েছেন দলের এক শীর্ষ নেতা।
দলের চেয়ারম্যানকে স্বাগত জানাতে সহস্রাধিক নেতাকর্মী বিমানবন্দরে উপস্থিত হন।
গেল রোববার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে দিল্লি যান জিএম কাদের। সেদিন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ দলের শীর্ষ নেতারা বিমানবন্দরে তাকে বিদায় জানান।
এই সফরে তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেরিফা কাদের ও দলের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাশরুর মাওলা।
জিএম কাদের বিদেশে অবস্থানকালে গতকাল মঙ্গলবার জাতীয় পার্টির প্যাডে রওশন এরশাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন।
ঠিকানা/এনআই
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                