Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

নিজের মৃত্যুর খবর জানার পর হতাশ ও বিরক্ত হিথ স্ট্রিক

নিজের মৃত্যুর খবর জানার পর হতাশ ও বিরক্ত হিথ স্ট্রিক
নিজের মৃত্যুর খবর জানার পর ভীষণ হতাশ ও বিরক্ত হিথ স্ট্রিক। এমন স্পর্শকাতর খবরের ক্ষেত্রে সবাইকে আরও সতর্ক হওয়ার অনুরোধ করলেন তিনি। ক্যান্সারে আক্রান্ত জিম্বাবুয়ের কিংবদন্তি এই ক্রিকেটার বললেন, আগের চেয়ে বরং এখন ভালো আছেন তিনি। 

ক্রিকেট বিশ্বজুড়ে বুধবার ছড়িয়ে পড়ে হিথ স্ট্রিকের মৃত্যুর খবর। জিম্বাবুয়ের বর্তমান-সাবেক ক্রিকেটাররা থেকে শুরু করে বিশ্ব ক্রিকেটের অনেকেই শোক প্রকাশ করেন সামাজিক মাধ্যমে। রয়টার্স ও বিভিন্ন এজেন্সিসহ আন্তর্জাতিক অনেক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। তবে পরে জানা যায়, স্ট্রিক বেঁচে আছেন। 
<div class="paragraphs"><p>ছবি: রেমন্ড প্রাইসের ফেইসবুক।&nbsp;</p></div>
হিথ স্ট্রিকের সঙ্গে বুধবার সকালে জিম্বাবুয়ের সাবেক স্পিনার রেমন্ড প্রাইস। ছবি: রেমন্ড প্রাইসের ফেইসবুক। 

স্ট্রিক নিজে সামাজিক মাধ্যমে নেই। তার নিজের বেঁচে থাকার খবর তিনি জানাতে পারেননি। তবে বুধবার সকালেই তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সাবেক সতীর্থ রেমন্ড প্রাইস। জিম্বাবুয়ের সাবেক এই স্পিনার সামাজিক মাধ্যমে জানান, স্ট্রিক বেঁচে আছেন এবং তার বাড়ির বারান্দায় বসে তারা একসঙ্গে চা পান করছেন।

স্ট্রিক পরে ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টস্টারকে বলেন, ক্যান্সারের চিকিৎসার প্রভাব শরীরে থাকলেও তিনি সেরে উঠছেন। 

“এই ধরনের গুজব ছড়ানোর ক্ষেত্রে লোকের আরেকটু সতর্ক হওয়া উচিত। আমি এখন আরও ভালো আছি এবং ক্যান্সার থেকে সেরে উঠছি। আমি এখন নিজের বাড়িতেই আছি। অবশ্যই চিকিৎসার কারণে ধকল আছে। এছাড়া ভালো আছি।” 

“হুট করেই জানতে পারি যে, লোকে আমার মৃত্যু নিয়ে কথা বলছে, কেউ একজন মনে হয় সামাজিক মাধ্যমে এটা ছড়িয়ে দিয়েছেন। তবে সেটা ঠিক খবর নয়। আমি সেরে উঠছি এবং আরও ভালো অনুভব করছি।” 

গত মে মাসে জানা যায়, কোলন ও লিভারের ক্যান্সারে আক্রান্ত স্ট্রিক। তখন তার চিকিৎসা চলছিল দক্ষিণ আফ্রিকায়। জিম্বাবুয়ের ক্রীড়া মন্ত্রী তখন জানিয়েছিলেন, ‘জীবনের শেষ পর্যায়ে’ আছেন সাবেক এই অলরাউন্ডার। 

জিম্বাবুয়ের ইতিহাসের সফলতম বোলার ও অলরাউন্ডার স্ট্রিক। বাংলাদেশের ক্রিকেটেও তার আছে আলাদা জায়গা। এখানে ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেছেন আবাহনী লিমিটেডের হয়ে। পরে ২০১৪ সালের মে থেকে দুই বছর বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব পালন করেন তিনি।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স