Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

গ্রিড বিপর্যয়ে ঢাকার একাংশে বিদ্যুৎ বিপর্যয়

গ্রিড বিপর্যয়ে ঢাকার একাংশে বিদ্যুৎ বিপর্যয় ছবি সংগৃহীত
রাজধানী ঢাকার বেশ কয়েকটি এলাকা রোববার (২২ জুন) রাত ১০টার দিকে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) রামপুরা উপকেন্দ্রের সমস্যার কারণে এ ঘটনা ঘটেছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, পিজিসিবি বিদ্যুৎব্যবস্থা সচল করতে কাজ করছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, রামপুরা সাবস্টেশনে সমস্যা হয়েছে এবং বাইপাস করে অন্য জায়গা থেকে বিদ্যুৎ আনার চেষ্টা চলছে। এতে কিছুটা সময় লাগতে পারে।

খোঁজ নিয়ে জানা গেছে, রামপুরায় পাওয়ার গ্রিডের সমস্যার ফলে গুলশান, বনানী, হাতিরঝিল, রামপুরা, কারওয়ান বাজার, ফার্মগেট, রাজাবাজার ও মগবাজার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স