Thikana News
০৭ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

এবার ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

এবার ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ছবি সংগৃহীত
দিনভর ইরানে ইসরায়েলের হামলা অব্যাহত ছিল। সবশেষে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও ভবনে হামলা করে ইসরায়েল। এবার ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে ইরান। আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, এক সামরিক বিবৃতিতে বলা হয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দেশটির উত্তরের বেশ কয়েকটি এলাকায় বিমান হামলার সাইরেন সতর্কতা সক্রিয় করা হয়েছে।

এ সময় ইসরায়েলের নাগরিকদের আশ্রয়কেন্দ্রে প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষাব্যবস্থা এই আক্রমণ প্রতিহত করার জন্য কাজ করছে।

ইসরায়েলের তেল আবিব শহরের বাসিন্দাদের সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিজেদের নিরাপত্তার স্বার্থে তেল আবিবের নাগরিকদের অবিলম্বে এলাকা ছাড়তে হবে। আল-জাজিরা ও দ্য টাইম অব ইসরায়েল এ খবর রিশ্চিত করেছে।

এর আগে ইরানের রাজধানী তেহরানের একটি বড় এলাকার বাসিন্দাদের ‘অবিলম্বে সরে যেতে’ সতর্ক করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এর পরপরই ইরানের বিপ্লবী গার্ড তেল আবিবের বাসিন্দাদের যত তাড়াতাড়ি সম্ভব সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স