তদন্ত আর তদন্ত। কমিটি আর কমিশন। এ সরকার দায়িত্ব নেবার পর থেকে কতো যে কমিশন আর  কমিটি। প্রশাসন আওয়ামী মুক্ত করতে ডিসি নিয়োগ, অদল-বদল, পদায়নে মোটা অংকের অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে গত বছরের ৯ অক্টোবর উপদেষ্টা আসিফ নজরুল, জাহাঙ্গীর আলম চৌধুরী ও নাহিদ ইসলামের সমন্বয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন। কতোদিন চলে গেছে? 
৯ মাসের বেশি। তদন্ত করে কী পেয়েছেন তারা? জানানোর দরকারও মনে করলেন না? সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ বিদেশ চলে যাওয়ার পর ৮ মে পুলিশের অতিরিক্ত আইজিকে প্রধান করে একটা তদন্ত কমিটি হয়েছিল। তার ওপর ১০ মে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়- ঘটনা অনুসন্ধানে সরকার শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান ও নৌ উপদেষ্টা সাখাওয়াত হোসেনকে নিয়ে শক্তিশালী আরেকটি তদন্ত কমিটি করেছে। তাদের ১৫ দিন সময় দেয়া হয়। সেই ১৫ দিন এখনো হয়নি? 
হিসাব মতো তাদের ২৫ মে তদন্ত রিপোর্ট জমা দেবার কথা। দিয়েছেন? আব্দুল হামিদ তো এতোদিনে, ৯ জুন, ফিরেও এসেছেন। ৯ জুন মানে তদন্ত কমিটির রিপোর্ট পেশ করার নির্ধারিত তারিখের ১৫ দিন পর। কী দাঁড়ালো মানেটা? কোন ঘটনার প্রেক্ষিতে সমাজে চাঞ্চল্য সৃষ্টি হলে অমনি তদন্ত কমিটি করে দেওয়ার আদি-অকৃত্রিম ব্যারাম বুঝি বাঙালের ওপর চাপাতেই হবে?
তদন্ত রিপোর্ট কেন প্রকাশ হয় না, এজন্য একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা যায় না? এ প্রশ্ন যে কতোবার করেছি। আরো করেই যেতে হবে? আব্দুল হামিদকে নিয়ে কতো খবরই না হলো? সরকারের একটা অংশ তাকে দিয়ে গোপনে রিফাইন্ড বা  নিউ আওয়ামী লীগ গঠনে সহায়তা করছে। তারাই আব্দুল হামিদকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। ফোনে সাহাবুদ্দিন চুপ্পুর নির্দেশ পেয়ে তাকে আটক করা হয়নি। সেনা প্রধানেরও সায় ছিল। এমন টাইপের আরো কতো কথা?
এখন আর কী কথা বাকি আছে? আগের কথাগুলোর কী হবে? ওই আগুনে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো।  স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, আব্দুল হামিদকে যারা পালাতে সাহায্য করেছে, তাদের শাস্তি দিতে না পারলে নিজে চলে যাবেন। হামিদকে ইন্টারপোল দিয়ে ধরে আনার কথাও জানানো হয়েছিল। আর কয়েক পুলিশ অফিসারকে শাস্তি তো দেয়া হয়েছেই। হামিদ ফিরে আসার পর এখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন- তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নেই, কারো বিরুদ্ধে পরোয়ানা না থাকলে সরকার তাকে ধরবে না। সরকার যাকে ধরবে না, ইন্টারপোল কেন তাকে ধরে আপনার হাতে বুঝিয়ে দেবে? আর কতো ভাঁড়ামি দেখতে হবে? যাত্রাপালা জমাতে ভাঁড় লাগে, রাজনীতিতেও কি ভাঁড় অনিবার্য করে তোলা খুব দরকার?
লেখক : সাংবাদিক-কলামিস্ট; ডেপুটি হেড অব নিউজ, বাংলাভিশন, ঢাকা।
 
                           
                           
                            
                       
     
  
 


 মোস্তফা কামাল
 মোস্তফা কামাল   
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
